স্মার্টফোন মেকার Nothing এর অধীনস্থ সংস্থা CMF ব্র্যান্ডের স্মার্টফোনটি আসার বিষয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল। এবার প্রতীক্ষার অবসান ঘটিয়ে CMF সংস্থার প্রথম স্মার্টফোন CMF Phone 1 ভারতীয় বাজারে পা রাখল। ফোনটির বিশেষত্ব হলো পিছনের বিভিন্ন কালারের ব্যাক-কভার যেমন খুশি খোলা বা লাগানো যাবে। মিডিয়াটেক ডাইমেন সিটি ৭৩০০ প্রসেসারে ফোনটি রান করে। OMLED ডিসপ্লের সাথে ডিভাইসটিতে দেওয়া হয়েছে ৫০ মেগাপিক্সেল ডুয়াল প্রাইমারি ক্যামেরা। অভ্যন্তরে আছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারী। আরেকটি উল্লেখযোগ্য বিশেষত্ব হল মোবাইলের অ্যাক্সেসরি গুলি ক্রেতারা নিজেদের প্রয়োজনমতো আলাদা আলাদা ভাবে ক্রয় করতে পারবেন।
CMF Phone 1 স্পেসিফিকেশন্ ও ফিচার্স:
ডুয়াল ন্যানো সিমযুক্ত CMF কোম্পানির এই ফোনটি Android ১৪ অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে এসেছে, যা সংস্থা-স্পেসিফিক NothingOS ২.৬ কাস্টম স্কিনে রান করে। মোবাইলটিতে আছে ১০৮০ x ২৪০০ পিক্সেল রিজোলিউশনের ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED LTPS ডিসপ্লে যা ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট, ৩৯৫ পিপিআই পিক্সেল ডেনসিটি, ২৪০ হার্টজ টাচ সেম্পেলিং রেট এবং ২০০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। সংস্থা তরফ থেকে হ্যান্ডসেটটিতে দু’বছর পর্যন্ত Android আপডেট এবং তিন বছর পর্যন্ত সিকিউরিটি আপডেটের সুবিধা দেওয়া হয়েছেটপ-এন্ড পারফরম্যান্সের দিতে মিডিয়াটেকের অক্টাকোর ডাইমেনসিটি ৭৩০০ ৫জি প্রসেসারে ফোনটি রান করে। চিপসেটটি ৮ জিবি পর্যন্ত র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারন্যাল স্টোরেজ সমর্থন করে। তবে ভার্চুয়্যালি র্যাম ১৬ জিবি ও ইন্টার্নাল স্টোরেজ ২TB পর্যন্ত বাড়ানোর সংস্থান আছে।
CMF Phone 1 অপটিক্যাল সেটআপ:
ক্যামেরা বিভাগের কথা বললে CMF Phone 1 মডেলটির ব্যাক প্যানেলে Sony সেন্সর যুক্ত ৫০ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটা আপ দেওয়া হয়েছে। যা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন(OIS) এবং ২x জুম ফিচার প্রদান করে। সঙ্গে আছে ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর। ক্যামেরার সামনের দিকে সেলফি ও ভিডিও কলিং এর জন্য দেওয়া হয়েছে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
CMF Phone 1 ব্যাটারি প্যাক:
পাওয়ার ব্যাকআপের জন্য CMF Phone 1 মডেলটির অন্দরমহলে একটি ৫০০০ মিলিয়্যাম্পিয়ার ব্যাটারী প্রদান করা হয়েছে। এটি ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং এবং ৫ ওয়াট রিভার্স চার্জিং সাপোর্ট করে। মাত্র ২০ মিনিটের মধ্যে ফোনের অর্ধেক চার্জ কমপ্লিট হয়। একবার পূর্ণ চার্জে একটানা দুদিন পর্যন্ত ব্যাকআপ টাইম পাওয়া যাবে বলে কোম্পানি থেকে দাবী করা হয়েছে। ১৬৪ x ৮ x ৭৭ মিলিমিটার ডাইমেনসনের এই স্মার্টফোনটির ওজন প্রায় ১৯৭ গ্রাম।
CMF Phone 1 কানেক্টিভিটি ফিচার্স ও সেন্সর্স:
৫-জি ও ৪ জি LTE নেটওয়ার্কের সুবিধা যুক্ত মডেলটিতে কানেক্টিভিটি ফিচার্স হিসাবে রয়েছে যেমন Wi-Fi 802.11 , ব্লুটুথ ৫.৩, USB type c port , GPS , গ্যালিলিও ,গ্লোনাস, QZSS ইত্যাদি।নিরাপত্তা জনিত ফিচার হিসাবে অথেন্টিকেশেনের জন্য আন্ডারডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এমবেড করা হয়েছে। এছাড়া আছে, Accelerometer, প্রক্সিমিটি সেন্সর, কম্পাস ও আরো । হ্যান্ডসেটটি ধুলো ও জল প্রতিরোধী আইপি-52 রেটিং যুক্ত।পূর্বে উল্লেখিত, পিছনের ব্যাক কভারটি যখনখুশি খোলাপরা করা যায় অর্থাৎ ব্যবহারকারী নিজের পছন্দমত রংয়ের ব্যাক-কভার দ্বারা ডিভাইসটির বিভিন্ন লুক দিতে পারে। তিন রকম কালার অপশনে ফোনটি বাজারে পাওয়া যাবে এগুলি হল ব্ল্যাক অরেঞ্জ ও লাইট গ্রিন।
CMF Phone 1 মূল্য ও লভ্যতা:
CMF Phone 1 মডেলটির বেস ভ্যারিয়েন্ট অর্থাৎ ৬ জিবি RAM ও ১২৮ জিবি স্টোরেজ ভার্সনের মূল্য ধার্য করা হয়েছে ১৫,৯৯৯ টাকা। অন্যদিকে ৮ জিবি ও ১২৮ জিবি ভ্যারিয়েন্টি ১৭,৯৯৯ টাকা মূল্যে তালিকাভুক্ত করা হয়েছে। জানিয়ে রাখি, জুলাই মাসের ১২ তারিখ দুপুর ১২টা থেকে অনলাইন ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট মারফত মোবাইলপ্রেমীরা ফোনটি পারচেজ করতে পারবেন। এছাড়া কোম্পানির নিজস্ব ভারতীয় ওয়েবসাইট ও অথরাইজড রিটেল স্টোরগুলি থেকে থেকেও মডেলটি ক্রয় করা যাবে।নির্দিষ্ট কিছু ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করে ফোনগুলি পার চেঞ্জ করলে তৎক্ষণাৎ মোটা অংকের ডিসকাউন্টের সুবিধা মিলবে।
এছাড়া চার্জারসহ অন্যান্য এক্সেসরিজেগুলি প্রয়োজনমতো আলাদাভাবে পারচেজ করার সুবিধা রয়েছে। যেমন মোবাইল কেস ও মোবাইল স্ট্যান্ড যথাক্রমে ১৪৯৯ টাকা ও ৭৮৯ টাকা মূল্যে এবং ল্যান্ডইয়ার্ড কেবল ও মোবাইলের কার্ডকেসগুলি ৭৯৯ টাকা দামে কিনতে পারা যাবে। পরিশেষে, সংস্থার তরফ থেকে ঘোষণা করা হয়েছে CMF Phone 1 মডেলটির কিছু লিমিটেড ইউনিট জুলাই মাসের ৯ তারিখ সন্ধ্যে ৭টা থেকে বেঙ্গালুরুর লুলু শপিং মল থেকেও কেনার দরজা খোলা থাকছে। উল্লেখ্য, আর্লি বাড সেলের অঙ্গ হিসাবে ঐদিন প্রথম ১০০ জন ক্রেতা মোবাইলের সাথে সিএমএ বার্ডস বিনামূল্যে প্রাপ্ত হবেন।
এই লিঙ্কে ক্লিক করে মোবাইলটির বর্তমান দাম যাচাই করতে পারেন