You are currently viewing গেম প্রেমীদের জন্য সুখবর । Infinix  নিয়ে এলো গেমিং স্পেশাল স্মার্টফোন Infinix GT 20 Pro, রয়েছে শক্তিশালী মিডিয়াটেক ডাইমেনসিটি 8200 প্রসেসর

গেম প্রেমীদের জন্য সুখবর । Infinix নিয়ে এলো গেমিং স্পেশাল স্মার্টফোন Infinix GT 20 Pro, রয়েছে শক্তিশালী মিডিয়াটেক ডাইমেনসিটি 8200 প্রসেসর

  • Post author:
  • Reading time:2 mins read

অবশেষে Infinix GT 20 Pro মডেলটির উপর পর্দা সরালো ইনফিনিক্স কোম্পানি। Infinix GT 10 Pro লঞ্চ হওয়ার পর থেকেই জল্পনা চলছিল ফোনটিকে নিয়ে। এবার সেই জল্পনা সত্যি হলো। রয়েছে ধাসু মিডিয়াটেক ডাইমেনসিটি 8200 প্রসেসর। সংস্থার জনপ্রিয় ‘সাইবার মেকা’ ডিজাইনের এই ফোনের পিছন দিকে ‘C’ -এর মত RBG এলইডি লাইট এফেক্ট দেওয়া হয়েছে। রয়েছে 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। বিশেষ করে PUBG গেম ভক্তদের কথা মাথায় রেখেই এই গেমিং ফোনটি আনা হয়েছে বলে বিশেষজ্ঞমহলের ধারনা। এখন ফোনটির স্পেসিফিকেশন, দাম, অন্যান্য ফিচার্স ,ব্যাটারি ইত্যাদি খুঁটিনাটি বিষয় বিশদে জেনে নেওয়া যাক।

Infinix GT 20 Pro: স্পেসিফিকেশন

1080 x 2436 পিক্সেল রিজোলিউশনের Infinix GT 20 Pro মডেলটিতে 6.78 ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে দেওয়া হয়েছে।রয়েছে শক্তিশালী মিডিয়াটেক ডাইমেনসিটি 8200 প্রসেসর। গেমিংয়ের জন্য এর রিফ্রেশ রেট 60 Hz থেকে 144 Hz এই রেঞ্জ পর্যন্ত বাড়ানো কমানো যায়। 1320 পিক ব্রাইটনেস অফার করে ফোনটি। এছাড়া গেমের অভ্যন্তরীন পিকচার রিজোলিউশন বাড়াতে 360 Hz টাচ স্যাম্পেলিং রেট প্রদান করা হয়েছে। ডুয়েল ন্যানো সিমের Infinix GT 20 Pro অ্যান্ড্রয়েড14 OS ভিত্তিক XOS 14 কাস্টম স্কিনে রান করে। উল্লেখ্য, সংস্থার তরফ থেকে নিশ্চিত করা হয়েছে পরবর্তী দুটি অ্যান্ড্রয়েড আপগ্রেড সহ ৩ বছরের সিকিউরিটি ওয়ারেন্টি দেওয়া হবে মডেলটিতে।

Infinix GT 20 Pro : ফিচার্স

স্মুথ গেমিংয়ের জন্য ফোনে দেওয়া হয়েছে শক্তিশালী মিডিয়াটেক ডাইমেনসিটি 8200 আল্টিমেট Soc প্রসেসর যা 12 জিবি পর্যন্ত LPDDR4X RAM সাপোর্ট করে। তবে, 24 জিবি পর্যন্ত ভার্চুয়াল RAM বাড়ানোর সংস্থান রয়েছে। গেমিংয়ের জন্য Pixelworks X5 টার্বো নামক একটি গেমিং স্পেশাল চিপ ব্যবহার করা হয়েছে ফোনটিতে। পিছনের প্যানেলে আটটি আলাদা আলাদা রঙের এলইডি লাইট দেওয়া হয়েছে । ফোনব্যবহারকারীকে ইনকামিং কল, নোটিফিকেশন এবং চার্জিং এলার্ট দিতে এই লাইট গুলি চার রকমের লাইট এফেক্ট প্রদান করবে।

Infinix GT 20 Pro : ক্যামেরা সেট আপ

Infinix GT 20 Pro ফোনটির রিয়ার প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপের মধ্যে উপস্থিত রয়েছে 108 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স, এটি অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন(OIS) ও অত্যাধুনিক স্যামসাং HM6 সেন্সরযুক্ত। এর সাথে আছে একটি 2 MP ডেপ্থ সেন্সর। সেলফি এবং ভিডিও কলিং এর জন্য ফোনের সামনের দিকে দেওয়া হয়েছে 32 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা।

Infinix GT 20 Pro : কানেক্টিভিটি ফিচার্স ও সেন্সর

Infinix GT 20 Pro ফোনটিতে 256 জিবি UFS 3.1 ইন্টারনাল স্টোরেজ হিসেবে দেয়া হয়েছে। নিরাপত্তা জনিত ফিচার হিসেবে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। গেমিং এর আনন্দ উপভোগ করতে এর X-axis বরাবর লিনিয়ার মটর ও উন্নত সাউন্ড সিস্টেমের জন্য JBL এর ডুয়েল স্পিকার দেওয়া হয়েছে। ধুলো এবং জল প্রতিরোধী IP54 রেটিংসহ এসেছে ফোনটি। অন্যান্য কানেক্টিভিটি ফিচার্স হিসাবে রয়েছে যেমন FM রেডিও, GPS, USB টাইপ সি পোর্ট, OTG, ব্লুটুথ, ওয়াইফাই 802.11 ইত্যাদি। সেন্সার হিসাবে দেওয়া হয়েছে ই-কম্পাস, G-সেন্সর, জায়রোস্কোপ, প্রক্সিমিটি সেন্সার এবং লাইট সেন্সর।

Infinix GT 20 Pro : ব্যাটারী

পাওয়ার ব্যাক আপ এর ক্ষেত্রে মডেলটিতে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ দেওয়া হয়েছে 5000mAh ব্যাটারী। পরিশেষে, 164.26 x 75.43 x 8.15 মিলিমিটার ডাইমেনশনের এই ফোনটির ওজন প্রায় 154 গ্রাম।

Infinix GT 20 Pro : দাম ও লভ্যতা

প্রাথমিকভাবে এই ফোনটি সৌদি আরবে লঞ্চ হয়েছে এবং 12GB RAM ও 256GB স্টোরেজ যুক্ত Infinix GT 20 Pro মডেলটির দাম ধার্য করা হয়েছে আরবীয় মুদ্রায় 1299 SAR, যা প্রায় ভারতে 28,800 টাকার সমান। তিন রকম কালার অপশনে হাজির হয়েছে মডেলটি, এগুলি হলো মেকা ব্লু, মেকা অরেঞ্জ এবং মেকা সিলভার। মে মাসের ১লা তারিখ থেকে ফোনটি সৌদি আরবের একটি অনলাইন রিটেল সাইটের মাধ্যমে বিক্রি করা হবে বলে সংস্থা মারফত জানানো হয়েছে। মডেলটির বর্তমান দাম জানতে এখানে ক্লিক করুন

তবে ভারতে এই মডেলটি আসবে কিনা সে প্রসঙ্গে বললে, মোবাইল প্রেমীদের জানিয়ে রাখি, যেহেতু এর পূর্বসূরী Infinix GT 10 Pro মডেলটি গত বছরে ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করেছিল, তাই উত্তরসূরী Infinix GT 20 Pro মডেলটিও যে খুব শীঘ্রই ভারতে আসতে চলেছে সে বিষয়ে সন্দেহ নেই।