সদ্য ভারতীয় বাজারে লঞ্চ হল এদেশীয় স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থা লাভার সেগমেন্ট ফার্স্ট ৫ জি ফোন Lava Blaze X 5G । মিডিয়াটেকের ডাইমেনসিটি ৬৩০০ চিপসেটে এটি রান করে। যদিও, বিগত কয়েক মাস ধরে জল্পনা চলছিল ফোনটি মিডিয়াটেকের ডাইমেনসিটি ৭০৫০ প্রসেসর সহ আসবে। মোবাইলটিতে কার্ভড ডিসপ্লে প্যানেলটি পরিবর্তনশীল ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করে। শক্তিশালী ৬৪ মেগাপিক্সেলের একজোড়া প্রাইমারি ক্যামেরার সাথে ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য রয়েছে একটি ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারী। এবার আসুন মোবাইলটির দামসহ অন্যান্য খুঁটিনাটি বিষয় বিশদে আলোকপাত করা যাক।
Lava Blaze X 5G স্পেসিফিকেশনস্:
Lava Blaze X 5G ফোনটিতে ১০৮০ x ২৪০০ পিক্সেল রিজোলিউশনের কার্ভড AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে প্যানেলটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৩৯৪ পিপিআই পিক্সেল ডেনসিটি ও ৮০০ নিটস্ পিক্ ব্রাইটনেস লেভেল সাপোর্ট করে। মোবাইলে সংযুক্ত করা হয়েছে মিডিয়াটেকের ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট, যা ৮ জিবি পর্যন্ত LPDDR4X RAM ও ১২৮ জিবি পর্যন্ত UFS ২.২ ইন্টারন্যাল স্টোরেজ সাপোর্ট করে। তবে অন বোর্ড ইন্টারনাল মেমোরি দ্বারা ভার্চুয়াল র্যাম ১৬জিবি পর্যন্ত বাড়ানো যায়। ডুয়্যাল ন্যানো সিম যুক্ত লাভা ব্র্যান্ডের এই নয়া মডেলটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে এসেছে। কোম্পানি নিশ্চিত করেছে পরবর্তী একটি অ্যান্ড্রয়েড আপডেটসহ ৩ বছরের সিকিউরিটি প্যাচ ব্যবহারকারীদের বিনামূল্যে প্রদান করা হবে।
Lava Blaze X 5G ক্যামেরা সেট আপ:
ফোনটির পিছনের দিকে গোলাকৃতি ক্যামেরা মডিউলে সনি সেন্সরযুক্ত ৬৪ মেগাপিক্সেলের একজোড়া প্রাইমারি ক্যামেরা রয়েছে। এদের যোগ্য সঙ্গত দিতে আছে ২ মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। সঙ্গে এলইডি ফ্ল্যাশও বিদ্যমান। সেলফি তোলার জন্য ডিভাইসটির সামনের দিকে একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।
Lava Blaze X 5G কানেক্টিভিটি ফিচার্স, সেন্সর ও ব্যাটারি:
Lava Blaze X 5G মডেলটিতে পাওয়ার ব্যাকআপের জন্য ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের একটি লিথিয়াম পলিমার ব্যাটারি সংযুক্ত করা হয়েছে। এটি ৩৩ ওয়াট ওয়্যারড্ ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ডিভাইসটিতে ৫-জি ও ৪-জি মোবাইল নেটওয়ার্কের পাশাপাশি কানেক্টিভিটি অপশন হিসেবে আছে ব্লুটুথ, ওয়াইফাই, GPS, ওটিজি ও ইউএসবি টাইপ-সি পোর্ট । উল্লেখযোগ্য সেন্সর হিসাবে Accelerometer, Gyroscope এর সাথে দেওয়া হয়েছে Ambient light sensor, Magnetometer ও proximity sensor । বায়োমেট্রিক অথেন্টিকেশেনের জন্য একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও বিদ্যমান। ফোনটি ধুলো ও জল প্রতিরোধী আইপি-৫২ রেটিংয়ের চ্যাসিসসহ এসেছে।
Lava Blaze X 5G দাম ও লভ্যতা:
তিনটি স্টোরেজ বিকল্পে Lava Blaze X 5G ফোনটি অবতীর্ণ হয়েছে। ৪ জিবি RAM ও ১২৮ জিবি স্টোরেজযুক্ত বেস ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ১৪,৯৯৯ টাকা। পরবর্তী ৬ জিবি + ১২৮ জিবি ও ৮ জিবি + ১২৮ জিবি স্টোরেজ ভার্সনের মডেলগুলি যথাক্রমে ১৫,৯৯৯ টাকা ও ১৬,৯৯৯ টাকা মূল্যে বিক্রি করা হবে বলে সংস্থা সূত্রে খবর। দু’রকম কালারশেডে মোবাইলটি উপলব্ধ হবে- একটি হল স্টারলাইট পার্পেল ও অন্যটি টাইটেনিয়াম গ্রে। আগামী জুলাই মাসের ২০ তারিখ থেকে অনলাইন ই-কমার্স সংস্থা অ্যামাজনের পাশাপাশি কোম্পানির অফিসিয়াল অনলাইন স্টোর থেকে ফোনটি ক্রয় করা যাবে। প্রারম্ভিক সেল অফারের অঙ্গ হিসাবে লাভার নবাগত ফোনটির সমস্ত ভ্যারিয়েন্টের উপর সংস্থা ১০০০ টাকার ডিসকাউন্ট ঘোষণা করেছে।