স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থা Lava International সম্প্রতি ভারতে লঞ্চ করল তাদের লেটেস্ট ফাইভ জি ফোন Lava Yuva 5G. এটিই ভারতে লঞ্চ হওয়া প্রথম ফোন যা Octa-core চিপসেট চলে। 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ মডেলটিতে রয়েছে 5000 mAh ব্যাটারী। এখন মোবাইলটির অন্যান্য খুঁটিনাটি বিষয় সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।
Lava Yuva 5G স্পেসিফিকেশনস্:
720 x 1600 পিক্সেল রিজোলিউশনের এই ফোনটিতে রয়েছে 6.52 inch HD+ ডিসপ্লে যা 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ডুয়াল সিমের সুবিধাযুক্ত Lava Yuva 5G ফোনটি android 13 অপারেটিং সিস্টেমে রান করে। তবে কোম্পানির তরফ থেকে দু’বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট এবং অ্যান্ড্রয়েড 14 আপগ্রেডেশন এর সুবিধা প্রদান করার কথা নিশ্চিত করা হয়েছে। উপরের দিকে টপ সেন্টারে রয়েছে রয়েছে 2. 5D পাঞ্চ হোল ডিসপ্লে। Unisoc T750 Soc প্রসেসরযুক্ত এই ফোনটি 4 জিবি RAM এবং 128 জিবি পর্যন্ত ইন্টারন্যাল মেমোরি সাপোর্ট করে।
Lava Yuva 5G ক্যামেরা সেটআপ:
Lava Yuva 5G ফোনটির পিছনে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ যার মধ্যে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি sensor এবং একটি 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স। সঙ্গে এলইডি ফ্ল্যাশ বিদ্যমান । ভিডিও কলিং এবং সেলফির জন্য ফোনের সামনের দিকে দেওয়া হয়েছে একটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর।
Lava Yuva 5G কানেক্টিভিটি ফিচার্স ও সেন্সর:
Lava Yuva 5G ফোনটিতে কানেক্টিভিটি ফিচার্স হিসাবে রয়েছে 4G VoLTE নেটওয়ার্ক, Bluetooth 5, GPRS, OTG, Wi-Fi 802 ইত্যাদি। সেন্সর হিসেবে দেওয়া হয়েছে Accelerometer, Magnetometer ,Proximity sensor, Ambient light sensor ইত্যাদি।নিরাপত্তাজনিত ফিচার হিসাবে Authentication জন্য আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সাথে ফেস আনলকিং ফিচারও বিদ্যমান।
Lava Yuva 5G ব্যাটারি:
Lava Yuva 5G ফোনটিতে একটি শক্তিশালী 5000 mah ব্যাটারি প্রদান করা হয়েছে, যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। একবার ফুল চার্জে প্রায় ২৮ ঘণ্টা পর্যন্ত টানা ফোন কল ব্যাকআপ পাওয়া যায়। 163.36 x 76.16 x 9.1 mm ডাইমেনশনের লাভার এই নয়া ফোনটির ওজন প্রায় 208 গ্রাম।
Lava Yuva 5G দাম ও লভ্যতা:
দুই রকম ভ্যারিয়েন্টে মডেলটি বাজারে পাওয়া যাবে। 4 GB RAM + 64 GB স্টোরেজ ভেরিয়েন্টটির প্রারম্ভিক মূল্য 9,499 টাকা। অন্যদিকে 4 GB RAM ও 128 GB ইন্টারন্যাল স্টোরেজ যুক্ত মডেলটির মূল্য ধার্য করা হয়েছে 9,999 টাকা। দুই রকমের কালার অপশনে ক্রেতারা ফোনটি বেছে নিতে পারবেন। একটি হলো মিস্টিক ব্লু আর অন্যটি মিস্টিক গ্রিন। সংস্থার অফিসিয়াল অনলাইন স্টোর Lava e-Store, অনলাইন ই-কমার্স সংস্থা অ্যামাজন এবং কোম্পানির অথরাইজড্ রিটেল অউটলেট থেকে মোবাইলপ্রেমীরা ফোনটি ক্রয় করতে পারবেন। সেল শুরু হচ্ছে জুন মাসের 5 তারিখ থেকে। এই লিংকে ক্লিক করে মোবাইলটির বর্তমান দাম জানতে পারবেন।