চিনা টেক জায়েন্ট Lenovo-র অধীনস্থ সংস্থা Motorola-র G সিরিজের অন্তর্গত এই ৫জি স্মার্টফোনটিকে নিয়ে গত কয়েক মাস ধরেই জল্পনা চলছিল। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে মোবাইলপ্রেমীদের মুখে হাসি ফোটালো মেকার সংস্থাটি। ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করল মোটোরোলার মিড-রেঞ্জ বাজেট স্মার্ট ফোন Moto G85 5G । স্ন্যাপড্রাগন ৬ এস Gen ৩ প্রসেসারে রান করে এটি। ৬.৬৭ ইঞ্চি ডিসপ্লে প্যানেলযুক্ত এই স্মার্টফোনটিতে রয়েছে ডুয়্যাল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। অন্দরমহলে দেওয়া হয়েছে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারী। উল্লেখ্য, গত মাসে চিনা বাজারে লঞ্চ হয়েছিল সংস্থারই অন্য একটি মডেল Moto S50 Neo। মোটোর জি সিরিজের এই নবাগত ফোনটি ধারে ভারে অবিকল উক্ত মডেলটির মতোই। তাই Moto G85 5G ফোনটি Moto S50 Neo -এর রিব্রান্ড ভার্সন হিসাবে আবির্ভাব হয়েছে বলে বিশেষজ্ঞ মহলের অভিমত। এখন সদ্য উন্মোচিত Moto G85 5G ফোনটির স্পেসিফিকেশনস্, দাম, উল্লেখযোগ্য ফিচার্স সহ অন্যান্য খুঁটিনাটি বিষয় সবিস্তারে আলোচনা করা যাক।
Moto G85 5G স্পেসিফিকেশনস্ ও ফিচার্স:
১০৮০ x ২৪০০ পিক্সেল রিজোলিউশনের Moto G85 5G ফোনটিতে ৬. ৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস pOLED ডিসপ্লে প্যানেল অফার করা হয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ২৪০ হার্টজ টাচ সেম্পেলিং রেট, ১৬০০ nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। উন্নত প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ও সুরক্ষার জন্য স্ক্রিন প্যানেলে কর্নিং গরিলা গ্লাস ৫ প্রোটেকশন লেয়ার ব্যবহার করা হয়েছে। কোয়ালকমের শক্তিশালী স্ন্যাপড্রাগন ৬ এস জেন ৩ প্রসেসারে মোবাইলটি চলে, যা ২ জিবি পর্যন্ত র্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত UFS ২.২ অন বোর্ড স্টোরেজ সাপোর্ট করে। তবে ভার্চুয়াল র্যাম ২৪ জিবি পর্যন্ত বাড়ানোর সংস্থান রয়েছে। অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে আসা Moto G85 5G ফোনটি কোম্পানি স্পেসিফিক Hello UI কাস্টম স্কিনে রান করে।
Moto G85 5G অপটিক্যাল সেট আপ:
ক্যামেরা বিভাগের কথা বললে Moto G85 5G ফোনটির ব্যাক প্যানেলের ক্যামেরা মডিউলে ট্রিপল ক্যামেরা সেট আপ বিদ্যমান। উক্ত সেটআপে দেওয়া হয়েছে হাইটেক Sony Lytia ৬০০ প্রযুক্তির ৫০ মেগাপিক্সেল ডুয়েল প্রাইমারি ক্যামেরা। যা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন( OIS) ফিচার সাপোর্ট করে। সঙ্গে আছে ৮ মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও একটি এলইডি ফ্ল্যাশ। ভিডিও কলিং ও সেলফির জন্য মোবাইলের সামনের দিকে ৩২ মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।
Moto G85 5G কানেক্টিভিটি ফিচার্স ও সেন্সর্স:
কানেক্টিভিটি অপশন হিসাবে Moto G85 5G মডেলটিতে সংযুক্ত করা হয়েছে ব্লুটুথ, ওয়াইফাই ৮০২.১১ , জিপিএস, GLONASS, Galileo, LTE PP ও ডেটা ট্রান্সফারের জন্য একটি ইউএসবি টাইপ সি পোর্ট । অপরপক্ষে অনবোর্ড সেন্সর হিসাবে এমবেড করা হয়েছে Accelerometer, অ্যামবিয়েন্ট লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর ,জাইরোস্কোপ, ই-কম্পাস ,SAR সেন্সর ইত্যাদি। বায়োমেট্রিক অথেন্টিকেশেনের জন্য নিরাপত্তা জনিত ফিচার হিসেবে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইনবিল্ড করা হয়েছে। এছাড়া ডিভাইসটিতে ফেস আনলক ফিচারও বিদ্যমান। চ্যাসিসটি ধুলো ও জল প্রতিরোধী IP-৫২ রেটিং প্রাপ্ত। স্মার্ট সাউন্ড আউটপুটের জন্য মডেলটিতে ডলবি এটমস্ টেকনোলজি সমর্থিত স্টিরিও স্পিকার সিস্টেম ব্যবহার করা হয়েছে হয়েছে।
Moto G85 5G ব্যাটারি প্যাক:
পাওয়ার ব্যাকআপের জন্য Moto G85 5G ফোনের অভ্যন্তরে দেওয়া হয়েছে শক্তিশালী ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারী , যা ৩৩ ওয়াট ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। একবার ফুল চার্জে ব্যাটারিটি একটানা ৩৪ ঘন্টা পর্যন্ত প্লেব্যাক টাইম প্রদান করে বলে কোম্পানির তরফ থেকে দাবী করা হয়েছে। সংস্থা আরো জানিয়েছে, ক্রেতাদের দু’বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড OS আপগ্রেড সহ চার বছরের সিকিউরিটি আপডেট বিনামূল্যে অফার করা হবে। ১৬১.৯১ x ৭৩.০৬ x ৭.৫৯ মিলিমিটার ডাইমেনশনের মটোরোলার এই ফোনটির ওজন প্রায় ১৭২ গ্রাম।
Moto G85 5G দাম ও লভ্যতা:
Moto G85 5G মডেলটি দুই রকম স্টোরেজ বিকল্পে এসেছে। ৮ জিবি RAM ও ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজযুক্ত বেস ভ্যারিয়েন্টির দাম রাখা হয়েছে ১৭,৯৯৯ টাকা। পরবর্তী উচ্চতর মডেল অর্থাৎ ১২ জিবি RAM ও ২৫৬ জিবি স্টোরেজ ভার্সনটির মূল্য ধার্য করা হয়েছে ১৯,৯৯৯ টাকা। ক্রেতারা তিন রকম কালার অপশনে মোবাইলটি ক্রয় করতে পারবেন- এগুলি হল অলিভ গ্রিন, কোবাল্ট ব্লু ও আরবান গ্রে। জুলাই মাসের ১৬ তারিখ দুপুর ১২টা থেকে অনলাইন ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট মারফৎ ফোনপ্রেমীরা মোবাইলটি পারচেজ করতে পারবেন। এছাড়া মটোরোলার অফিসিয়াল ওয়েবসাইট এবং সংস্থার অথরাইজড্ রিটেল স্টোর থেকেও ফোনটি ক্রয় করা যাবে। জানিয়ে রাখি, নির্দিষ্ট কিছু ব্যাংকের ক্রেডিট কার্ড এর মাধ্যমে মোবাইলটি পারচেজ করলে ধার্যকৃত দামের উপর তৎক্ষণাৎ ১০০০ টাকার ডিসকাউন্ট পাওয়া যাবে। এছাড়া পুরনো ফোন বিক্রি করলে মিলবে নির্দিষ্ট অঙ্কের এক্সচেঞ্জ বোনাস। পাশাপাশি, আগ্রহী ক্রেতারা ৯ মাস পর্যন্ত no-cost EMI এর সুবিধাও পাবেন বলে কোম্পানি মারফত জানানো হয়েছে।
এই লিংকে ক্লিক করে মোবাইলটির বর্তমান দাম জানতে পারেন ।