You are currently viewing ফাটাফাটি লুকে লঞ্চ হলো মটোরোলার ফোল্ডেবল স্মার্টফোন Motorola Razr 50 Ultra, রয়েছে মনমাতানো ফিচার্স

ফাটাফাটি লুকে লঞ্চ হলো মটোরোলার ফোল্ডেবল স্মার্টফোন Motorola Razr 50 Ultra, রয়েছে মনমাতানো ফিচার্স

  • Post author:
  • Reading time:2 mins read

Lenovo ব্র্যান্ডের অধীনস্থ সংস্থা মটোরোলার রেজার সিরিজের এই ফোনটিকে নিয়ে গত কয়েক মাস ধরেই জল্পনা চলছিল। অবশেষে প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফোনপ্রেমীদের মুখে হাসি ফোটালো Motorola Razr 50 Ultra । গত বছরেই স্মার্টফোন নির্মাতা মটোরোলা তাদের রেজার সিরিজের অধীনে Motorola Razr 40 Ultra ফোনটি বাজারে এনেছিল। সুতরাং নবাগত মডেলটি তারই উত্তরসূরী বলা যেতে পারে। মটোরোলার এই ফোল্ডেবেল ফোনটি স্ন্যাপড্রাগন ৮ Gen ৩ চিপসেটে রান করে। পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে ৪০০০ মিলিয়্যাম্পিয়ার ব্যাটারী। ধুলো ও জল প্রতিরোধী IP X8 রেটিংসহ এসেছে মডেলটি। উল্লেখ্য, গত মাসেই চীনসহ অন্যান্য আন্তর্জাতিক বাজারে Motorola Razr 50 Ultra ফোনটি আত্মপ্রকাশ করেছিল, এবার ভারতের বাজারেও মডেলটি পা রাখল।

Motorola Razr 50 Ultra স্পেসিফিকেশনস্ ও ফিচার্স:

ফোল্ডেবেল ফোন হওয়ার দরুন Motorola Razr 50 Ultra মডেলটিতে দুই ধরনের ডিসপ্লে প্যানেল অফার করা হয়েছে। ফোনের ইনার প্যানেলে দেওয়া হয়েছে ১০৮০ x ২৬৪০ পিক্সেল রিজোলিউশনের এর ৬.৯ ইঞ্চি ফুল এইচডি+LTPO pOLED ডিসপ্লে। এটি ১৬৫ Hz হার্জ পর্যন্ত রিফ্রেশ রেট, ৩০০ হার্ট পর্যন্ত টাচ সেম্পেলিং রেট এবং ৪১৩ ppi পিক্সেল ডেনসিটি সাপোর্ট করে।অন্যদিকে উপরের কভার প্যানেলটি ১০৮০ x ১২৭২ পিক্সেল রেজোলিউশনের ৪ ইঞ্চি LTPO pOLED ডিসপ্লে সহ এসেছে। যা ১৬৫ হার্টজ রিফ্রেশ রেট প্রদান করে। ফোনের ফ্রন্ট ডিসপ্লে প্যানেলে কর্নিং গরিলা গ্লাস প্রটেকশন দেওয়া হয়েছে অন্যদিকে ফোনটির ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে ভেগানের লেদার কোট।

স্মুথ পারফরমেন্সের জন্য Motorola Razr 50 Ultra মডেলটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ এস জেন ৩ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি ১২ জিবি পর্যন্ত LPDDR5X RAM ও ৫১২ জিবি পর্যন্ত ইউএফএস ৪.০ স্টোরেজ সাপোর্ট করে। অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে এসেছে মটোরোলার এই ফোল্ডেবেল ফোনটি।

Motorola Razr 50 Ultra অপটিক্যাল সেটআপ:

ক্যামেরা সেটআপের কথা বললে Motorola Razr 50 Ultra ফোনের আউটার প্যানেলে ডুয়েল ক্যামেরা সেটআপ বিদ্যমান। এই সেটআপটিতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার দেওয়া হয়েছে , যা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) ফিচার সাপোর্ট করে। পাশাপাশি আছে ২x অপটিক্যাল জুম ৫০ মেগাপিক্সেলের অন্য একটি টেলিফটো ক্যামেরা । সেলফির জন্য ফোল্ডেবল ফোনের ইনার ডিসপ্লেতে একটি ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বিদ্যমান। উন্নত ফটোগ্রাফির জন্য লেন্সগুলি বিভিন্ন শুটিং মোড ও AI (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) সমর্থিত একাধিক টুলস সাপোর্ট করে।

Motorola Razr 50 Ultra কানেক্টিভিটি ফিচার্স ও সেন্সর:

অত্যাধুনিক টপ-এন্ড স্মার্টফোনে ব্যবহৃত প্রায় সব রকমই কানেক্টিভিটি ফিচারস Motorola Razr 50 Ultra মডেলটিতে উপলব্ধ। যেমন ৫-জি ৪ জি LTE নেটওয়ার্কের পাশাপাশি আছে Wi-Fi 6E , Bluetooth, GPS, NFC, USB type-C পোর্ট ইত্যাদি। উল্লেখযোগ্য সেন্সর্স এর কথা বললে মডেলটিতে দেওয়া হয়েছে Accelerometer, Ambient লাইট সেন্সর, ই-কম্পাস, প্রক্সিমিটি লাইট সেন্সর ও আরও। নিরাপত্তা জনিত ফিচার হিসাবে অথেনটিকেশনের জন্য ফোনের সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বিদ্যমান। এছাড়া সফটওয়্যার ভিত্তিক ফেস আনলক ফিচারও দেওয়া হয়েছে ।

Motorola Razr 50 Ultra ব্যাটারি প্যাক:

পাওয়ার ব্যাকআপের জন্য Motorola Razr 50 Ultra ফোনের অন্দরমহলে ৪০০০ মিলিয়ম্পিয়ার ব্যাটারী প্রদান করা হয়েছে। ব্যাটারিটি ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং এবং ১৫৮ ওয়াট ওয়ারলেস চার্জিং সাপোর্ট করে। প্রায় ১৮৯ গ্রাম ওজনের মটোরোলার এই ফোনটির আনফোল্ড অবস্থায় ডাইমেনসেন 73. ৭৩. ৯৯ x ৮৮. ০৯ x ৭.০৯ মিলিমিটার। অন্যদিকে পুরোপুরি আনফোল্ড করলে ডাইমেনশন দাঁড়ায় ৭৩. ৯৯ x ১৭১.৪২ x ৭.০৯ মিলিমিটার।

Motorola Razr 50 Ultra দাম ও লভ্যতা:

মটোরোলা মডেলটির ১২ জিবি RAM ও ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ভারতীয় মুদ্রায় ৯৯,৯৯৯ টাকা। তিন রকমের কালার অপশনে ফোনটিকে বাজারে পাওয়া যাবে এগুলি হল মিডনাইট ব্লু, স্প্রিং গ্রিন, ও পীচ ফাজ।আগামী ২০শে ও ২১শে জুলাই শুরু হচ্ছে Amazon Prime Day ২০২৪ সেল। ঐদিন থেকে ফোনটির প্রারম্ভিক সেল শুরু করা হবে বলে কোম্পানি মারফত জানানো হয়েছে। এছাড়া মটোরোলার অফিসিয়াল ওয়েবসাইট, অথরাইজড ডিলার আউটলেট এবং রিলায়েন্স ডিজিটাল থেকেও ফোনটি পারচেজ করা যাবে। সেল শুরুর প্রারম্ভে যে সমস্ত ক্রেতা ফোনটি পারচেজ করবেন তারা 5000 টাকার ডিসকাউন্টের সুবিধা পাবেন। পাশাপাশি নির্দিষ্ট কিছু ব্যাংকের কার্ডের মাধ্যমে পারচেজ করলে আরো ৫০০০ টাকার তৎক্ষণাৎ ডিসকাউন্ট মিলবে। ফোনটি ক্রয় করার জন্য No-Cost EMI এর সুবিধা ও বিদ্যমান। এই লিংকে ক্লিক করে ফোনটির বর্তমান দাম জানতে পারেন।