কয়েক মাস আগেই HMD সংস্থা তাদের নিজস্ব ব্র্যান্ডের পালস্ সিরিজের স্মার্টফোন বাজারে এনেছিল। সেই সাফল্যে ভর করে সংস্থা তাই আরো বেশ কিছু নিজস্ব ব্র্যান্ডের হ্যান্ডসেট এ বছরের শেষার্ধে নিয়ে আসার পরিকল্পনা করছে। অনলাইনে আসন্ন ফোন গুলির ডিজাইন ও অন্যান্য খুঁটিনাটি বিষয় ঘুরপাক খাচ্ছে। একজন টিপস্টার ফোনগুলির যে ছবি প্রকাশে এনেছে তার সাথে Nokia Lumia 920 ফোনটির ডিজাইন হুবহু মিলে যায়।
HMD Skyline ডিজাইন (সম্ভাব্য):
X-হ্যান্ডেলে HMD Skyline ফোনটিকে হলুদ কালার ট্রিমে দেখা গেছে। ছবিতে ফোনটির চওড়া বেজেল ও সূচালো কিনারা যেন Nokia Lumia 920 ফোনটির স্মৃতি মনে করিয়ে দেয়। পাঞ্চ হোল ডিসপ্লের সাথে নিরাপত্তাজনিত ফিচার হিসেবে দেয়া হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
HMD Skyline ফিচার্স ও স্পেসিফিকেশন্:
রিপোর্টে পাওয়া তথ্য অনুযায়ী HMD Skyline ফোনটি Full HD+ OLED স্ক্রীন সহ আসবে, যা 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। পারফর্মেন্সের জন্য দেওয়া হতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 7s Gen 2 Soc. ফোনটিতে দেওয়া হবে 4900mAh ব্যাটারি, যা 33 W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এছাড়া মডেলটি ধুলো ও জলপ্রতিরোধী IP 67 রেটিং যুক্ত হতে পারে। প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকবে 108 MP-এর লেন্স। সঙ্গে আল্ট্রাওয়াইড ক্যামেরা ও ম্যাক্রো অথবা ডেপ্থ সেন্সর থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
HMD Skyline সম্ভাব্য দাম:
রিপোর্টে দাবী করা হয়েছে HMD Skyline ফোনটি এবছরের জুলাই মাস নাগাদ বাজারে আসতে পারে। মডেলটির 8GB + 256 GB ভ্যারিয়েন্টটির দাম রাখা হতে পারে 520 ইউরো। ভারতীয় মুদ্রায় যা প্রায় 46,800 টাকার সমান।
HMD Atlas ফিচার্স ও স্পেসিফিকেশনস্:
অন্যদিকে, টিপস্টারের দেওয়া তথ্য অনুযায়ী HMD Atlas ফোনটিতে থাকতে পারে 6. 64 inch full HD+ ডিসপ্লে, যা 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। প্রসেসর হিসেবে দেওয়া থাকতে পারে স্ন্যাপ ড্রাগনের 4 Gen 2 Soc. ব্যাটারি প্যাক হিসাবে থাকতে পারে 5500 mAh এর একটি শক্তিশালী ব্যাটারি যা Quick Charge 4.0 ফার্স্ট চার্জিং সাপোর্ট করবে।
HMD Atlas ক্যামেরা সেটআপ:
HMD Atlas ফোনটির পিছনে ক্যামেরা সেটা থাকতে পারে। যার মধ্যে মেইন ক্যামেরা হিসেবে থাকবে একটি 48MP চওড়া লেন্স, সাথে 5 MP এর একটি আলট্রা ওয়াইড লেন্স ও একটি ডেপ্থ সেন্সর। সামনের দিকে পাঞ্চ-হোল কাট-আউট স্লটের মধ্যে থাকতে পারে একটি 16 MP এর ফ্রন্ট ক্যামেরা। এটির দ্বারা ভিডিও কলিং ও সেলফি ফটো শুট করা যাবে।অলিভ গ্রিন কালারের এই ফোনটিতে কানেক্টিভিটি ফিচার্স হিসেবে থাকতে পারে 5G নেটওয়ার্ক, NFC, Bluetooth, Wi-Fi, 3.5mm হেডফোন জ্যাক, মাইক্রো SD কার্ড স্লট ইত্যাদি।
HMD Atlas সম্ভাব্য দাম:
রিপোর্ট মাফিক সংস্থা HMD Atlas মডেলটি খুব শীঘ্রই বাজারে আনতে চলেছে বলে মনে করা হচ্ছে। লঞ্চ হওয়ার পর ফোনটির দাম ধার্য করা হতে পারে 239.99 ডলার। ভারতীয় মুদ্রায় হিসাব করলে যা প্রায় 20 হাজার টাকার সমান।