You are currently viewing আত্মপ্রকাশ করল ওয়ানপ্লাসের সুপারফাস্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus Ace 3 Pro, লেটেস্ট প্রসেসরসহ আছে শক্তিশালী ব্যাটারি

আত্মপ্রকাশ করল ওয়ানপ্লাসের সুপারফাস্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus Ace 3 Pro, লেটেস্ট প্রসেসরসহ আছে শক্তিশালী ব্যাটারি

  • Post author:
  • Reading time:2 mins read

স্মার্টফোন মেকার ওয়ান প্লাস দেশীয় বাজারে নিয়ে এলো তাদের টপ-এন্ড ফ্ল্যাগশিপ মডেল OnePlus Ace 3 Pro । দেওয়া হয়েছে সুপারফাস্ট 24GB RAM ও 1 TB ইন্টারন্যাল মেমোরি। এছাড়া আছে 50 মেগাপিক্সেল ট্রিপল প্রাইমারি ক্যামেরা। কোয়ালকমের স্ন্যাপড্রাগন 8 Gen 3 প্রসেসরে ফোনটি রান করে। 100 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ অন্দরমহলে দেওয়া হয়েছে 6100 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি। ইতিপূর্বেই কোম্পানি Ace সিরিজের স্মার্টফোন Oneplus Ace 3 ও Oneplus Ace 3V বাজারে এনেছে। তাদেরই হাত ধরে Pro মডেলটিও এবার হাজির হলো।

OnePlus Ace 3 Pro স্পেসিফিকেশন:

2780 x 1264 পিক্সেল রেজোলিউশনের OnePlus Ace 3 Pro মডেলে দেওয়া হয়েছে 6.7 ইঞ্চি 1.5K 3D কার্ভড AMOLED ডিসপ্লে। এটি 12Hz রিফ্রেশ রেট ও 4500 nits পিক ব্রাইটনেস লেভেল সাপোর্ট করে। ডিসপ্লেতে গরিলা গ্লাস ভিক্টাস 2 প্রোটেকশন দেওয়া হয়েছে। মাখন এর মত মখমলে পারফরমেন্সের জন্য মডেলটিতে ব্যবহার করা হয়েছে অক্টাকোরের স্ন্যাপড্রাগন 8 Gen 3 প্রসেসর। এটি 24 জিবি পর্যন্ত LPDDR5X RAM ও 1 TB পর্যন্ত UFS 4.0 ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে। লেটেস্ট Android 14 অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে এসেছে ফোনটি। কোম্পানি স্পেসিফিক ColorOS 14.1 কাস্টমস কিনে এটি রান করে।

OnePlus Ace 3 Pro অপটিক্যাল সেট আপ:

OnePlus Ace 3 Pro ফোনের পিছন দিকে ক্যামেরা ইউনিটের মধ্যে দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেলের তিন তিনটি প্রাইমারি সেন্সর। লেন্সগুলির প্রত্যেকটি অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন(OIS) ফিচার সাপোর্ট করে। এর সাথে আছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড আঙ্গেল লেন্স ও 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা। ভিডিও কলিং ও সেলফির জন্য সামনের দিকে 16 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা বিদ্যমান।

OnePlus Ace 3 Pro ব্যাটারি ইউনিট:

OnePlus Ace 3 Pro মডেলের অভ্যন্তরে দেওয়া হয়েছে একটি মাঝারি মাপের শক্তিশালী 6100 মিলি অ্যাম্পিয়ার গ্লেসিয়ার ব্যাটারী। কুইক চার্জিং -এর সুবিধা প্রদান করতে হ্যান্ডসেটে 100 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি ব্যবহার করা হয়েছে । উল্লেখ্য, বিশেষ প্রযুক্তিতে সিলিকন-কার্বন মেটিরিয়াল ব্যবহার করে কোম্পানি নিজস্ব ভাবে এই গ্লেসিয়ার ব্যাটারীটি তৈরি করেছে যাতে সাইজ বৃদ্ধি না করে ব্যাটারি ক্যাপাসিটি আরো বাড়ানো যায়।

OnePlus Ace 3 Pro কানেক্টিভিটি ফিচার্স:

OnePlus Ace 3 Pro মডেলটিতে বর্তমান সময়ের প্রায় সমস্ত কানেক্টিভিটি ফিচার্স ইনবিল্ড করা আছে। 5G, Dual 4G VoLTE নেটওয়ার্কের পাশাপাশি দেওয়া হয়েছে Wi-Fi 7 , Bluetooth 5.4, জিপিএস, গ্যালিলিও, এনএফসি ইত্যাদি। ওয়ানপ্লাসের এই নবাগত মডেলটি ধুলো ও জল প্রতিরোধী আইপি- 65 রেটিংপ্রাপ্ত।

OnePlus Ace 3 Pro দাম:

OnePlus Ace 3 Pro মডেলটির বেস্ ভার্সন অর্থাৎ 12 GB RAM ও 256 GB ইন্টারন্যাল স্টোরেজযুক্ত ভ্যারিয়ান্টটির চিনা বাজারে মূল্য ধার্য করা হয়েছে 3199 ইউয়ান (যা ভারতীয় মুদ্রায় প্রায় ৩৬ হাজার ৭০০ টাকার কাছাকাছি)। অপরদিকে 16 GB + 256 GB , 16 GB + 512 GB ও 24 GB + 1 TB ভ্যারিয়েন্টগুলি যথাক্রমে চীনা মুদ্রায় 3,499 ইউয়ান (যা প্রায় 40,200 টাকা ), 3799 ইউয়ান ( যা প্রায় 43600 টাকা) ও 4399 ইউয়ান (ভারতীয় মুদ্রায় প্রায় 50,500 টাকা) মূল্যে বিক্রি করা হবে বলে কোম্পানি মারফত জানানো হয়েছে। উপরিউক্ত এই দামগুলির সবকটি শুধুমাত্র মডেলটির সবুজ ও টাইটেনিয়াম কালার ভার্সেনের জন্য।

তিন রকমের কালার অপশনে হ্যান্ডসেটটি বাজারে পাওয়া যাবে এগুলি হল গ্রীনফিল্ড ব্লু, সুপারকার পোরসিলিয়ান কালেক্টরস্ এডিসন এবং টাইটানিয়াম মিরর সিলভার। এগুলির মধ্যে সুপারকার পোরসিলিয়ান কালেক্টরস্ এডিশনের 16GB + 512 GB ও 24GB + 1TB ভ্যারিয়েন্টের মডেলগুলি যথাক্রমে 3,999 ইউয়ান (ভারতের মুদ্রায় 45,900 টাকা) এবং 4599 ইউয়ান (ভারতের মুদ্রায় যা প্রায় 52,800 টাকা ) মূল্যে পাওয়া যাবে। ফোন গুলির বর্তমান দাম এই লিংকে ক্লিক করে জানতে পারেন।