সদ্য ভারতে আত্মপ্রকাশ করেছে OnePlus Nord CE 4 Lite 5G ফোন। এ বছরের গোরার দিকে সংস্থা তাদের OnePlus Nord CE 4 5G ফোনটি বাজারে এনেছিল, তারই হাত ধরে এবার Lite ভার্সনটিও হাজির হলো। গত বছরেই লঞ্চ হয়েছিল OnePlus Nord CE 3 Lite মডেলটি। কাজেই নবাগত এই ফোনটি তারই উত্তরসুরি মডেল বলা যেতে পারে। OnePlus Nord CE 4 Lite 5G ফোনটি স্ন্যাপড্রাগন 695 প্রসেসারে চলে। 80 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টসহ রয়েছে 5500 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারী। ফোনের পিছনে 50 মেগাপিক্সেল মেন ক্যামেরা সহ সামনে আছে 16 MP ফ্রন্ট ক্যামেরা। এ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমে এটি রান করে। এখন ফোনটির অন্যান্য ফিচার্স, স্পেসিফিকেশনস্, দাম ও আরো খুঁটিনাটি বিষয় সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।
OnePlus Nord CE 4 Lite স্পেসিফিকেশনস্ ও ফিচার্স:
OnePlus Nord CE 4 Lite 5G ফোনটিতে আছে 6.67 ইঞ্চি ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে।1080 x 2400 পিক্সেল রিজোলিউশনের এই ডিসপ্লে টি 120 HZ রিফ্রেশ রেট ও 2100 nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। অ্যাসপেক্ট রেশিও হলো 20:9. শক্তিশালী কোয়ালকমের স্ন্যাপড্রাগন 695 Soc প্রসেসরে ফোনটি চলে, যা 8 জিবি পর্যন্ত LPDDR4X RAM ও 256 জিবি পর্যন্ত ইন্টারন্যাল স্টোরেজ সাপোর্ট করে। এ্যান্ড্রয়েড-14 অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে এসেছে ফোনটি, যা সংস্থা স্পেসিফিক্ OxygenOS 14 কাস্টম স্কিনে রান করে।
OnePlus Nord CE 4 Lite 5G ক্যামেরা সেটআপ:
OnePlus Nord CE 4 Lite 5G ফোনটির পিছন দিকে ক্যামেরা ইউনিটের মধ্যে আছে একজোড়া 50 মেগাপিক্সেল ক্যামেরা। f/1.95 ইঞ্চ অ্যাপার্চারের SONY LYT-600 সেন্সর যুক্ত ক্যামেরাগুলি অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন(OIS) সাপোর্ট করে। এছাড়াও সঙ্গে আছে 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর। ভিডিও কলিং ও সেলফি স্যুটের জন্য ক্যামেরার সামনের দিকে দেওয়া হয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যা ইলেকট্রনিক্স ইমেজ স্টেবিলাইজেশন (EIS) ফিচার্সযুক্ত।
OnePlus Nord CE 4 Lite 5G ব্যাটারি ও কানেক্টিভিটি ফিচার্স:
ফোনের অভ্যন্তরে দেওয়া হয়েছে শক্তিশালী 5500 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারী, এটি SuperVOOC প্রযুক্তির 80 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।কানেক্টিভিটি ফিচার্সের এর কথা বললে মডেলটিতে রয়েছে 5G প্রযুক্তির নেটওয়ার্ক। এছাড়া আছে Wi-Fi 5, জিপিএস, ব্লুটুথ 5.1, USB টাইপ সি, 3.5 mm অডিও জ্যাক ইতাদি। ধুলো ও জল প্রতিরোধী IP 54 রেটিংসহ এসেছে হ্যান্ডসেটটি। নিরাপত্তা জনিত ফিচার হিসাবে দেওয়া হয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। 162.9 x 75.6 x 8.1 mm ডাইমেনসনের এই ফোনটির ওজন প্রায় 191 গ্রাম।
OnePlus Nord CE 4 Lite 5G দাম ও লভ্যতা:
8 জিবি RAM ও 128 জিবি ইন্টারন্যাল স্টোরেজযুক্ত OnePlus Nord CE 4 Lite 5G মডেলটির প্রারম্ভিক মূল্য ধার্য করা হয়েছে 19,999 টাকা। ঠিক পরবর্তী উচ্চতর 8 জিবি + 256 জিবি ভ্যারিয়েন্টযুক্ত মডেলটির 22,999 টাকা বিক্রিত মূল্য রাখা হয়েছে। তিন রকম কালার অপশনে এটি বাজারে পাওয়া যাবে। এগুলি হলো মেগা ব্লু , সুপার সিলভার ও আলট্রা অরেঞ্জ। এগুলির মধ্যে মেগা ব্লু ও সুপার সিলভার কালার অপশনের মডেলগুলি ফোনপ্রেমীরা জুন মাসের 27 তারিখ থেকে অনলাইন ই-কমার্স সংস্থা অ্যামাজন , ওয়ান প্লাস ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট ও অথরাইজড ডিলারশিপ পয়েন্ট থেকে ক্রয় করতে পারবেন। তবে আলট্রা অরেঞ্জ কালারের ফোনটি কবে থেকে বিক্রি করা হবে সে সম্পর্কে কোম্পানি এখনো কিছু খোলসা করেনি।
এই লিংকে ক্লিক করে ফোন গুলির বর্তমান দাম জানতে পারেন ।