You are currently viewing লঞ্চ ডেট প্রকাশ্যে এলো, প্রতীক্ষার অবসান ঘটিয়ে জুলাই মাসের প্রথমার্ধেই আসছে Oppo Reno 12 5G

লঞ্চ ডেট প্রকাশ্যে এলো, প্রতীক্ষার অবসান ঘটিয়ে জুলাই মাসের প্রথমার্ধেই আসছে Oppo Reno 12 5G

  • Post author:
  • Reading time:1 mins read

অনেকদিন থেকেই জল্পনা চলছিল চিনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা ওপ্পোর রেনো সিরিজের এই স্মার্টফোনটিকে নিয়ে। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতের বাজারে শীঘ্রই আসতে চলেছে Oppo Reno 12 5G । কোম্পানির তরফ থেকে অফিশিয়ালি লঞ্চ ডেট খোলসা না করলেও একটি রিপোর্ট মারফত মোবাইলটির আসার তারিখ এর সাথে RAM, স্টোরেজ কনফিগারেশন ও অন্যান্য খুঁটিনাটি বিষয় টীজ করা হয়েছে। খুব সম্ভবত ওপ্পোর এই নয়া রেনো হ্যান্ডসেটটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ এনার্জি চিপসেটে চলবে। ব্যাগ প্যানেলে ট্রিপল রিয়ার কামেরা ইউনিটের সাথে সামনের দিকে ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকবে। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হবে ৫০০০ মিলিয়্যাম্পিয়ার ব্যাটারী।

Oppo Reno 12 5G সম্ভাব্য লঞ্চ ডেট:

সূত্রটি দাবি করেছে Oppo Reno 12 5G ফোনটি জুলাই মাসের ১২ তারিখে ভারতীয় বাজারে আসতে চলেছে। উল্লেখ্য, ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট ও Oppo India তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নবাগত ফোনটির জন্য বিশেষ ল্যান্ডিং পেজ তৈরি করেছে । সূত্রটি আরো জানিয়েছে Oppo Reno 12 5G শুধুমাত্র ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ অপশনে পাওয়া যাবে। যদিও Oppo Reno 12 Pro 5G মডেলটিতে দুই রকম স্টোরেজ বিকল্প অফার করা হয়েছে, যথা ১২ জিবি ও ২৫৬ জিবি এবং ১২ জিবি ও ৫১২ জিবি।

Oppo Reno 12 5G সম্ভাব্য দাম:

আন্তর্জাতিক বাজারে ভ্যানিলা কালারের Oppo Reno 12 5G -এর ১২ জিবি ও ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ৪৯৯.৯৯ ইউরো (ভারতীয় মুদ্রায় প্রায় ৪৪, ৭০০ টাকা) অন্যদিকে Oppo Reno 12 Pro 5G মডেলের ১২ জিবি ও ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি ৫৯৯.৯৯ ইউরো (ভারতীয় মুদ্রায় প্রায় ৫৩,৭০০ টাকা ) দামে উপলব্ধ।তবে আসন্ন মডেলটির সঠিক ভারতীয় বাজার দর কত হবে তা লঞ্চের পরেই জানা যাবে।

Oppo Reno 12 5G স্পেসিফিকেশন্:

Oppo Reno 12 5G মডেলটির চাইনিজ ভ্যরিয়েন্টটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২৫০ স্টার স্পিড এডিশন চিপসেটে রান করে। অন্যদিকে Oppo Reno 12 Pro 5G মডেলটিতে পারফরম্যান্সের জন্য দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০+ স্টার স্পিড এডিশন প্রসেসার। যদিও চিনা ভ্যারিয়েন্ট বাদে আন্তর্জাতিকমহলে মডেল দুটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ চিপসেট এমবেট করা হয়েছে।ফটোগ্রাফির কথা বললে উভয় ফোনে ৫০ মেগাপিক্সেলের ডুয়েল প্রাইমারি ক্যামেরার সাথে একটি ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইট অ্যাঙ্গেল লেন্স অফার করা হয়েছে। এছাড়া সেলফির জন্য সামনে আছে ৫০ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা। উভয় ফোনের অন্দরমহলে দেওয়া হয়েছে একটি ৮০ ওয়াট SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি। পরিশেষে ,মোবাইল প্রেমীদের চমক দিতে স্মার্টফোনটিতে AI (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ) এর রকমারি কেরামতি দেখতে পাওয়া যাবে।

এই লিংকে ক্লিক করে মোবাইলটির বর্তমান দাম জানতে পারেন।