You are currently viewing অবশেষে ভারতে পা রাখল ওপোর রেনো সিরিজের বহু প্রতীক্ষিত ফ্ল্যাগশিপ স্মার্টফোন Oppo Reno 12 5G

অবশেষে ভারতে পা রাখল ওপোর রেনো সিরিজের বহু প্রতীক্ষিত ফ্ল্যাগশিপ স্মার্টফোন Oppo Reno 12 5G

  • Post author:
  • Reading time:2 mins read

সম্প্রতি চীন সহ অন্যান্য আন্তর্জাতিক মার্কেটে অবতীর্ণ হওয়ার পর থেকেই ভারতীয় বাজারে ফোনটি আসার ব্যাপারে জোর জল্পনা চলছিল। অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে ভারতের মাটিতে পা রাখল চীনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা ওপোর অনবদ্য ফ্ল্যাগশিপ স্মার্টফোন Oppo Reno 12 5G । মডেলের চাইনিজ ভার্সনটিতে ডাইমেনসিটি ৮২৫০ চিপসেট ব্যবহৃত হলেও এর ভারতীয় সংস্করণটি মিডিয়াটেকের ডাইমেনসিটি ৭৩০০ প্রসেসরসহ এসেছে। অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমের উপর ভর করে আসা Oppo Reno 12 5G ফোনটিতে আছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। ৮০ ওয়াট SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্টের ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারী মডেলটির পরিচালনায় শক্তি যোগায়।

Oppo Reno 12 5G স্পেসিফিকেশন্:

ফোনের ১০৮০ x ২৪১২ পিক্সেল রিজোলিউশনের ডিসপ্লে প্যানেলটি ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস কার্ভড AMOLED ক্রিন সহ এসেছে, যার অ্যাসপেক্ট রেশিও ২০: ৯ । এটি পরিবর্তনশীল ১২ হার্টজ রিফ্রেশ রেট, ৩৯৪ পিপিআই পিক্সেল ডেনসিটি ও ১২০০ nits পিক ব্রাইটনেস লেভেল সাপোর্ট করে। প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ডিসপ্লে প্যানেলের উপর গরিলা গ্লাস ৭i প্রোটেকশন লেয়ার দেওয়া হয়েছে। স্মুথ পারফরমেন্সের জন্য Oppo Reno 12 5G মডেলটিতে সংযুক্ত করা হয়েছে অত্যাধুনিক মিডিয়াটেকের ডাইমেনসিটি ৭৩০০ এনার্জি প্রসেসর, যা ১২ জিবি পর্যন্ত LPDDR4X RAM ও ৫১২ জিবি পর্যন্ত UFS ৩.১ অন বোর্ড স্টোরেজ সাপোর্ট করে। তবে ইন্টারন্যাল মেমরি মাইক্রোএসডি কার্ড মারফত 1 TB পর্যন্ত বাড়ানোর সংস্থান আছে। স্মার্টফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে এসেছে, যা কোম্পানি স্পেসিফিক ColorOS ১৪.১ কাস্টম স্কিনে রান করে। সংস্থা নিশ্চিত করেছে তিন বছরের অ্যান্ড্রয়েড OS আপগ্রেড সহ চার বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট ব্যবহারকারীদের বিনামূল্যে প্রদান করা হবে।

Oppo Reno 12 5G অপটিক্যাল সেটআপ:

ফোনটির ব্যাক প্যানেলে আয়তকার ক্যামেরা মডিউলে ট্রিপল ক্যামেরা ইউনিটে Sony LYT-৬০০ সেন্সর যুক্ত ৫০ মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা বিদ্যমান, যা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) ফিচার সমর্থন করে। এটিকে যোগ্য সঙ্গত দিতে আছে Sony IMX ৩৫৫ সেন্সর যুক্ত ৮ মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড লেন্স ও ২ মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। সেলফি ও ভিডিও কলিং এর জন্য ফোনের সামনের দিকে ৩২ মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।

Oppo Reno 12 5G কানেক্টিভিটি ফিচার্স ও সেন্সর্স:

৫জি ও ৪জি VoLTE মোবাইল নেটওয়ার্ক এর পাশাপাশি Oppo Reno 12 5G ফোনটিতে কানেক্টিভিটি অপশন হিসাবে সংযুক্ত আছে ব্লুটুথ ৫.৪, IR Blaster, ওয়াইফাই ৬, NFC, AGPS, GLONASS এবং চার্জিং ও ডেটা ট্রান্সফারের জন্য একটি ইউএসবি টাইপ-সি পোর্ট। আগ্রহী ক্রেতাদের জানিয়ে রাখি হ্যান্ডসেটটিতে কিন্তু ৩.৫ মিমি অডিও জ্যাকটি অনুপস্থিত আছে।উল্লেখযোগ্য সেন্সর হিসাবে অন্তর্ভুক্ত আছে accelerometer, ambient light sensor , proximity sensor ,gyroscope, e-compass ইত্যাদি। নিরাপত্তা জনিত ফিচার হিসাবে অথেনটিকেশনের জন্য ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পাশাপাশি ফেস আনলক ফিচারও এমবেড করা হয়েছে। ওপোর রেনো সিরিজের এই নবাগত মডেলটি ধুলো ও জল প্রতিরোধী IP-৬৫ রেটিং প্রাপ্ত।

Oppo Reno 12 5G ব্যাটারি প্যাক:

পাওয়ার ব্যাকআপের জন্য ফোনের অন্দরমহলে ৮০ ওয়াট SuperVOOC ফাস্ট চার্জিং সমর্থিত একটি শক্তিশালী ৫০০০ মিলিয়্যাম্পিয়ার ব্যাটারী প্রদান করা হয়েছে। ফাস্ট চার্জিং প্রযুক্তি দ্বারা মাত্র ৪৬ মিনিটের মধ্যেই ফোনে ১০০% চার্জ কমপ্লিট করা সম্ভব বলে সংস্থা সূত্রে দাবি করা হয়েছে। ১৬১.৪ x ৭৪.১ x ৭.৬ মিলিমিটার ডাইমেনশনের ওপোর এই মডেলটির ওজন প্রায় ১৭৭ গ্রাম।

Oppo Reno 12 5G দাম ও লভ্যতা:

Oppo Reno 12 5G মডেলটির ৮ জিবি RAM ও ২৫৬ জিবি ইন্টারন্যাল স্টোরেজ ভার্সেনটির মূল্য ধার্য করা হয়েছে ৩২,৯৯৯ টাকা। তিন রকমের কালার শেডে ফোনটি বাজারে উপলব্ধ হবে যথা-অ্যাস্ট্রো সিলভার, ম্যাটে ব্রাউন ও সানসেট পিঙ্ক। উল্লেখ্য, জুলাই মাসের ২৫ তারিখ থেকে জনপ্রিয় ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট ও ওপো ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইট থেকে মোবাইলপ্রেমীরা ফোনটি পারচেজ করতে পারবেন।

ফোনটির বর্তমান মূল্য যাচাই করতে এই লিংকে ক্লিক করুন।