চীনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা Oppo শীঘ্রই ভারতীয় বাজারে আনতে চলেছে তাদের Reno সিরিজের স্মার্ট ফোন Oppo Reno 12 ও Oppo Reno 12 Pro. মডেল দুটি গত মাসেই চিনা বাজারে আত্মপ্রকাশ করেছিল। এখন সংস্থা দেশের বাইরে ভারত সহ অন্যান্য অঞ্চলে মডেল দুটি লঞ্চ করার জোরদার প্রস্তুতি চালাচ্ছে। যদিও লঞ্চ ডেট সম্পর্কে সংস্থার তরফে এখনো কিছু খোলসা করা হয়নি, তবে এক জনপ্রিয় টিপস্টার মডেল দুটির ডিজাইন সহ অন্যান্য যাবতীয় খুঁটিনাটি বিষয় সামনে এনেছে।
Oppo Reno 12 Pro ও Reno 12 সম্ভাব্য ডিজাইন:
টিপস্টার সুধাংশু আম্বরে Oppo Reno 12 ও Oppo Reno 12 Pro হ্যান্ডসেট দুটির যে ছবি সামনে এনেছে তার সাথে চিনা বাজারে লঞ্চ হওয়া উক্ত মডেল দুটির অনেক মিল রয়েছে। উভয় ফোনের বাম ও ডানদিকে আছে কার্ভড ডিসপ্লে । তবে চাইনিজ ভ্যারিয়েন্টগুলির চতুর্দিকে কার্ভড এজ ডিজাইন দেওয়া হয়েছে। উভয় ফোনের পিছন দিকে ট্রিপল ক্যামেরা সেট আপ দেওয়া হবে। ভলিউম এবং পাওয়ার বাটন ফোনের ডান প্রান্তে থাকবে। চিনা বাজারে ফোনটি তিন রকম কালার ভ্যারিয়েন্টে লঞ্চ হলেও এখনও পর্যন্ত টিপস্টার কর্তৃক প্রাপ্ত ছবি অনুযায়ী দুইরকম কালার স্কিম অফার করা হয়েছে।
Oppo Reno 12 Pro, Reno 12 স্পেসিফিকেশনস্ ( সম্ভাব্য):
টিপসটার কর্তৃক শেয়ার করা ডাটা অনুযায়ী Oppo Reno 12 সিরিজের হ্যান্ডসেটগুলিতে 6.7 inch Full HD+ 3D AMOLED ডিসপ্লে দেওয়া হবে যা 1200 nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। Oppo Reno 12 Pro ও Oppo Reno 12 উভয় ফোন দুটি যথাক্রমে গোরিলা গ্লাস ভিক্টাস 2 এবং গরিলা গ্লাস 7i প্রোটেকশন ফিচারসহ আসবে।
উন্নত পারফরম্যান্সের জন্য উভয়ে ফোনে প্রসেসর হিসাবে থাকবে মিডিয়াটেকের ডাইমেনসিটি 7300 Energy SoC, যা 12GB পর্যন্ত LPDDR4X RAM ও 512GB পর্যন্ত স্টোরেজ সাপোর্ট করবে। ফোন দুটি Android 14 OS ওপর ভিত্তি করে সংস্থা স্পেসিফিক ColorOS 14.1 কাস্টমস স্কিনে রান করে।
Oppo Reno 12 Pro, Reno 12 ক্যামেরা সেটআপ (সম্ভাব্য):
টিপস্টারের সরবরাহ করা তথ্য অনুযায়ী সংস্থার স্ট্যান্ডার্ড মডেল অর্থাৎ Oppo Reno 12 ফোনের পিছনদিকে থাকবে 50 MP এর প্রাইমারি ক্যামেরা, সঙ্গে 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও একটি 2MP ম্যাক্রো ক্যামেরা। সামনের দিকে দেওয়া হবে একটি 32 MP সেলফি ক্যামেরা। অন্যদিকে Oppo Reno 12 Pro ফোনটিতে 50 MP প্রাইমারি ক্যামেরা ও সেলফি ভিডিও কলিং এর জন্য সামনের দিকে 50 MP সেলফি ক্যামেরা দেওয়া হবে।
Oppo Reno 12 Pro ও Oppo Reno 12 ব্যাটারি:
টিপস্টার মারফত লিক্ হওয়া তথ্য অনুযায়ী এটাও জানা গেছে যে পাওয়ার সাপ্লাইয়ের জন্য উভয় ফোনে দেওয়া হবে 5000 mAh ব্যাটারি যা 80 W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট করে। দাবি করা হয়েছে ব্যাটারিটি মাত্র ৪৬ মিনিটের মধ্যেই শূন্য থেকে ১০০% চার্জ করা সম্ভব। পরিশেষে কানেক্টিভিটি ফিচার্স হিসাবে দেওয়া থাকবে Wi-Fi 6, Bluetooth 5. 4, NFC ইত্যাদি।