You are currently viewing শীঘ্রই বাজারে আসছে ওপ্পোর সুপার-ডুপার স্মার্টফোন। লিস্ট হলো Oppo Reno 12F 5G। রয়েছে মিডিয়াটেকের ফ্ল্যাগশিপ প্রসেসর

শীঘ্রই বাজারে আসছে ওপ্পোর সুপার-ডুপার স্মার্টফোন। লিস্ট হলো Oppo Reno 12F 5G। রয়েছে মিডিয়াটেকের ফ্ল্যাগশিপ প্রসেসর

  • Post author:
  • Reading time:2 mins read

চিনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা ওপ্পো তাদের Reno সিরিজের স্মার্টফোন Oppo Reno 12F 5G মডেলটির উপর থেকে পর্দা সরালো। সংস্থার গ্লোবাল সাইটে হ্যান্ডসেটটি সম্পর্কে যাবতীয় তথ্য সামনে এসেছে। ইতিমধ্যেই সংস্থা Oppo Reno 12 এবং Oppo Reno 12 Pro মডেল দুটিকে বাজারে নিয়ে এসেছে। সুতরাং Oppo Reno 12 F 5G ও উপরিউক্ত মডেলদুটোর সাথে প্রায় একই লাইন আপে থাকবে বলে মনে করা হচ্ছে। মিডিয়াটেকের ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসারে ডিভাইসটি রান করে। এর সঙ্গে সংযুক্ত আছে ১২ GB RAM ও ৫১২ জিবি অন বোর্ড স্টোরেজ। দুই রকম কালারস স্কিমে এটি পাওয়া যাবে। ফোনের অন্দরমহলে দেওয়া হয়েছে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টসহ ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারী। ধুলো ও জল প্রতিরোধী আইপি-৬৪ রেটিংযুক্ত ওপ্পোর এই মডেলটি রকমারি AI ফিচার সমর্থন করে। এখন সদ্য উন্মোচিত Oppo Reno 12F 5G ফোনটির অন্যান্য গুরুত্বপূর্ণ হাইলাইটসগুলি সম্পর্কে বিশদে দেখে নেওয়া যাক।

Oppo Reno 12F 5G স্পেসিফিকেশন্:

ডুয়েল সিমের সুবিধাযুক্ত Oppo Reno 12F 5G ফোনটি তে দেওয়া হয়েছে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে । ১০৮০ x ২৪০০ পিক্সেল রিজোলিউশনের ডিসপ্লে প্যানেলটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৩৯৪ppi পিক্সেল ডেনসিটি ও ১২০০nits পিক ব্রাইটনেস লেবেল সাপোর্ট করে। দুরন্ত পারফরম্যান্সের জন্য ওপ্পোর এই মডেলটি অক্টাকোরের মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসরসহ এসেছে। যা ১২ জিবি পর্যন্ত LPDDR4X RAM ও ৫১২ জিবি পর্যন্ত ইন্টারন্যাল স্টোরেজ সাপোর্ট করে। মডেলটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI সিস্টেম এমবেড করা আছে। যার দ্বারা AI রেকর্ডিং, AI রাইটার, AI স্পিক সামারি ইতাদি কাজগুলি সম্পাদন করা সম্ভব। মোবাইল স্ক্রিনে AGC DT- Star 2 গ্লাস প্রটেকশন দেওয়া হয়েছে। ফোনটি Android 14 অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে এসেছে , যা কোম্পানি স্পেসিফিক ColorOS 14.0 কাস্টম স্কিনে রান করে।

Oppo Reno 12F 5G অপটিক্যাল সেটআপ:

Oppo Reno 12F 5G ফোনটির পিছন দিকের গোলাকৃতি ক্যামেরা মডিউলে আছে ট্রিপল ক্যামেরা সেটআপ। যার মধ্যে দেওয়া হয়েছে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) ফিচারযুক্ত ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। এছাড়া সাথে আরও একটি ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইট অ্যাঙ্গেল লেন্স ও একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর বিদ্যমান । ভিডিও কলিং ও সেলফি শ্যুটের জন্য মোবাইলের সামনের দিকে আছে ৩২ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা। রেনো সিরিজের অন্যান্য মডেল গুলির মত Oppo Reno 12F 5G হ্যান্ডসেটটিতেও AI-ভিত্তিক বিভিন্ন ক্যামেরা ফিচার বিদ্যমান। যেমন এআই ইরেজার, এআই স্টুডিও, এ আই ক্লিয়ার ফেস ইত্যাদি। ধুলো ও জলপ্রতিরোধী আইপি-৬৪ রেটিংসহ এসেছে মডেলটি ।

Oppo Reno 12F 5G কানেক্টিভিটি ফিচার্স ও সেন্সর:

Oppo Reno 12F 5G ফোনটিতে অত্যাধুনিক কানেক্টিভিটি ফিচার্স অফার করা হয়েছে। ফাইভ-জি ও ফোর জি LTE নেটওয়ার্কের সুবিধা ছাড়াও আছে ওয়াইফাই ৮০২.১১, ব্লুটুথ ৫.৩, গ্যালিলিও, জিপিএস এনএফসি, USB Type-C। বিভিন্ন সেন্সর হিসাবে দেওয়া হয়েছে যেমন Accelerometer, colour temperature sensor, গ্রাভিটি সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, অপটিক্যাল সেন্সর ও আরো। নিরাপত্তা জনিত ফিচার হিসাবে অথেন্টিকেশনের জন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও বিদ্যমান। এছাড়া ফোনটি ফেস রেকগনিশন সিস্টেম সাপোর্ট করে

Oppo Reno 12F 5G ব্যাটারি ইউনিট:

Oppo Reno 12F 5G ফোনটিতে একটি শক্তিশালী ৫০০০ মিলিয়ম্পিয়ার ব্যাটারী প্রদান করা হয়েছে। যা ৪৫ ওয়াট কুইক চার্জিং সাপোর্ট করে। ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার দ্বারা ব্যাটারি মাত্র ৭১ মিনিটের মধ্যেই ১০০% চার্জ সম্পূর্ণ করে। একবার ফুল চার্জে প্রায় ৬.২ ঘন্টা পর্যন্ত একটানা টকটাইম ও ৫.০৫ ঘন্টা পর্যন্ত ননস্টপ ভিডিও প্লে প্লেব্যাক টাইম পাওয়া যায়।

Oppo Reno 12F 5G দাম ও লভ্যতা:

উল্লেখ্য, চাইনিজ টেক ব্রান্ড ওপ্পো যদিও মডেলটির দাম ও লভ্যতা সম্পর্কে এখনই বিশদে কিছু খোলসা করেনি। তবে খুব শীঘ্রই সেসব সম্পর্কিত তথ্য পাওয়া যাবে । প্রসঙ্গত ,Oppo Reno 12 ও Oppo Reno 12 Pro মডেল দুটির ১২ জিবি + ২৫৬ জিবি ভেরিয়েন্টের মূল্য যথাক্রমে ৪৯৯.৯৯ ইউরো (ভারতীয় মুদ্রায় যা প্রায় ৪৪ হাজার ৭০০ টাকা) ও ৫৯৯.৯৯ ইউরো (ভারতের মুদ্রায় প্রায় ৫৩ হাজার ৭০০ টাকা)। কাজেই নবাগত Oppo Reno 12F 5G মডেলটির দামও উদ্ধৃত দামের আশেপাশে থাকবে বলে আশা করা হচ্ছে। দুরকম কালার অপশনে মডেলটি উপলব্ধ হবে- একটি হলো অ্যাম্বার অরেঞ্জ ও অন্যটি অলিভ গ্রিন।মোবাইলটির বর্তমান দাম জানতে এই লিংকে ক্লিক করুন।