খুব শীঘ্রই ভারতের বাজারে পা রাখতে চলেছে Realme 13 Pro 5G । নির্মাতা সংস্থা রিয়েলমি একটি প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে কয়েক মাসের মধ্যেই ফোনটি দেশীয়বাজারে লঞ্চ করা হবে। এ বছরের গোড়ার দিকে কোম্পানি তাদের Pro লাইন-আপের অধীনে Realme 12 Pro ডিভাইসটি এদেশে হাজির করেছিল। সুতরাং, আসন্ন Realme 13 Pro 5G উক্ত মডেলের উত্তরসূরী বলা যেতে পারে।
Realme 13 Pro 5G সম্ভাব্য লঞ্চ ডেট:
Realme 13 Pro 5G ফোনের লঞ্চের বিষয়ে কোম্পানি নিশ্চিত করলেও সঠিক লঞ্চ ডেট সংক্রান্ত খবর সংস্থা এখনো খোলসা করেনি। অন্যদিকে, অনলাইন ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টে লাইভ হওয়া একটি মাইক্রোসাইট মডেলটির আসার ব্যাপারে আরো জোরদার তথ্য প্রদান করে।কোম্পানি ঘোষণা করেছে মডেলটির AI-ক্যামেরা ফিচারগুলি ফোন প্রেমীদের কাছে বিশদে তুলে ধরতে অতিসত্বর ব্যাংককে একটি ইভেন্টের আয়োজন করা হবে।সেখানে হ্যান্ডসেটটির টেস্টিং, সার্টিফিকেশন ও অন্যান্য উল্লেখযোগ্য ফিচার্স সামনে আনা হবে।
Realme 13 Pro 5G সম্ভাব্য ডিজাইন:
মাইক্রোসাইটে আসন্ন Realme 13 Pro 5G মডেলটির ডিজাইন সংক্রান্ত যে ছবি প্রকাশ্যে এসেছে তা থেকে বলা যায়, ফোনের ব্যাক প্যানেলে একটি বড় গোলাকৃতি ক্যামেরা মডিউল বিদ্যমান। মডিউল এর ওপর গোল্ডেন কালারে “hyper image” লেখাটি সুন্দর করে খোদাই করা হয়েছে। এছাড়া ফোনের ডান দিকের সাইড প্যানেলে পাওয়ার বাটন, ও ভলিউম বাটনের দেখা মিলেছে।
Realme 13 Pro 5G সম্ভাব্য স্পেসিফিকেশনস্ ও ফিচার্স:
Realme 13 Pro 5G হ্যান্ডসেটটিতে উল্লেখযোগ্য ফিচার হিসাবে থাকবে AI নিয়ন্ত্রিত ক্যামেরা। আসন্ন মডেলটিতে এমন কিছু ফিচার এমবেড করা থাকবে যা পূর্বসূরী মডেলগুলিতে ইতিপূর্বে ব্যবহৃত হয়নি এবং কোম্পানির দাবি অনুযায়ী এটিই হবে সংস্থার প্রথম পেশাদার AI নিয়ন্ত্রিত ক্যামেরা ফোন।
প্রসঙ্গত, কিছুদিন আগেই অনলাইনে, একটি সূত্র মারফৎ মোবাইলটির স্পেসিফিকেশনস্ ও ফিচার্স সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য ফাঁস হয়েছিল। সেখানে দাবী করা হয়েছে, Realme 13 Pro 5G মডেলটি RAM ও স্টোরেজ ক্যাপাসিটি অনুযায়ী চার রকম ভ্যারিয়েন্টে উপলব্ধ হবে – এগুলি হল ৮জিবি + ১২৮ জিবি, ৮জিবি + ২৫৬জিবি, ১২জিবি+ ২৫৬জিবি ও ১২জিবি + ৫১২জিবি। এছাড়া সূত্রটি আরও জানিয়েছে তিন রকম কালার শেডে হ্যান্ডসেটটি পাওয়া যাবে যথা মোনেট গোল্ড, মোনেট পারপেল ও স্কাইগ্রীন। এগুলির মধ্যে স্কাইগ্রীন কালার শুধুমাত্র ১২জিবি র্যাম ভেরিয়েন্টেগুলির সাথেই অফার করা হবে।
Realme 13 Pro 5G হ্যান্ডসেটটির অন্যান্য যাবতীয় খুঁটিনাটি বিষয় যেমন ব্যাটারি প্যাক, ক্যামেরা ফিচার্স, দাম, লভ্যতা ইত্যাদি তথ্য অল্পকিছুদিনের মধ্যেই ক্রেতামহলের সামনে আসবে বলে আশা করা যায়। এই লিঙ্কে ক্লিক করে ফোনটির এর বর্তমান দাম জানতে পারেন।