You are currently viewing 120 W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ভারতের লঞ্চ হল Realme GT 6, রয়েছে  স্ন্যাপড্রাগনের 8s Gen 3 প্রসেসর

120 W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ভারতের লঞ্চ হল Realme GT 6, রয়েছে স্ন্যাপড্রাগনের 8s Gen 3 প্রসেসর

  • Post author:
  • Reading time:2 mins read

সদ্য ভারত এবং বিশ্ববাজারে লঞ্চ হয়েছে মোবাইল প্রস্তুতকারক সংস্থা রিয়েলমি কোম্পানির স্মার্টফোন Realme GT 6. কোয়ালকম-এর স্ন্যাপড্রাগন 8s Gen 3 প্রসেসারে রান করে এটি। Samsung এবং Google এর অন্যান্য স্মার্টফোন গুলির মত এই মডেলটিতেও AI( আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ) ফিচার বিদ্যমান। AMOLED ডিসপ্লেযুক্ত ফোনটিতে রয়েছে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা । ফোনের অভ্যন্তরে দেওয়া হয়েছে 120 ওয়ার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5500 mAh ব্যাটারী।

Realme GT 6 স্পেসিফিকেশন:

ডুয়াল সিম যুক্ত Realme GT 6 ফোনটি Android 4 অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে এসেছে। সংস্থা স্পেসিফিক রিয়েলমি UI 5 কাস্টমস স্কিনে এটি রান করে। 1264 x 2780 পিক্সেল রিজোলিউশনের 6.78 ইঞ্চির ফুল এইচডি প্লাস ফোনটি 8T LTPO AMOLED ডিসপ্লেযুক্ত, যা 120 Hz রিফ্রেশ রেট ও 360 Hz টাচ স্যাম্প্লেলিং সাপোর্ট করে। দুরন্ত পারফরমেন্সের জন্য হ্যান্ডসেটটিতে দেওয়া হয়েছে 4nm Snapdragon 8s Gen3 Octacore প্রসেসর , যা 16 জিবি পর্যন্ত RAM এবং 512 GB পর্যন্ত ইন্টারন্যিল স্টোরেজ সাপোর্ট করে । কুলিং এফিসিয়েন্সি বাড়াতে 10014mm চৌকো আকৃতি 3D ডুয়েল VC সিস্টেম ইনবিল্ড করা হয়েছে।

Realme GT 6 ক্যামেরা সেটআপ :

পিকচার এবং ভিডিওগ্রাফির জন্য Realme GT 6 ফোনটির পিছন দিকে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। যার মধ্যে আছে Sony LYT- 808 সেন্সর যুক্ত ও f/1.69 অ্যাপারচারের ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। এছাড়াও সেটআপটির মধ্যে 50 মেগাপিক্সেল টেলি ফটো সেন্সর ও 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। সেলফি শ্যুট এবং ভিডিও কলিং এর জন্য ফোনের সামনের দিকে দেওয়া হয়েছে একটি 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

পুরো সেটআপটি 4K ভিডিও রেকর্ড করার ক্ষমতা রাখে। অন্ধকারে স্বচ্ছ ছবি ও ভিডিওর জন্য AI নাইট ভিশন মোড দেওয়া হয়েছে। এছাড়াও ফোনটিতে AI-ভিত্তিক স্মার্ট রিমুভ্যাল এবং AI স্মার্ট লুপ ফিচার অফার করা হয়েছে। AI- স্মার্ট রিমুভ্যাল ফিচারটি ফটো তোলার সময় অপ্রয়োজনীয় অবজেক্ট সার্কেল দিয়ে চিহ্নিত করে, অন্যদিকে স্মার্ট লুপ এই ফিচারটি কোন কর্ম সম্পাদন করার সময় কোন কোন অ্যাপের প্রয়োজন তার সাজেশন দেয়।

Realme GT 6 কানেক্টিভিটি ফিচার্স:

কানেক্টিভিটি ফিচার্সের কথা বললে Realme GT 6 ফোনটিতে ব্লুটুথ 5.4, জিপিএস, এনএফসি, ওয়াইফাই 6, ইত্যাদি ফিচার দেওয়া হয়েছে। এছাড়াও গেমিংয়ের জন্য এক্স-অক্ষ বরাবর লিনিয়ার মটর রয়েছে। আছে ডুয়েল মাইক্রোফোন। নিরাপত্তা জনিত ফিচার হিসাবে ফোনটিতে দেওয়া হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

Realme GT 6 ব্যাটারি প্যাক:

পাওয়ার সাপ্লাইয়ের জন্য ফোনের অভ্যন্তরে আছে একটি শক্তিশালী 5500 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারী যা 120 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। মাত্র 10 মিনিটে ব্যাটারিটি শূন্য থেকে ৫০% চার্জ পূর্ণ হয়ে যাবে বলে কোম্পানি থেকে দাবি করা হয়েছে। 100% ফুল চার্জ হতে সময় নেবে ২৮ মিনিট। একবার ফুল চার্জে 46 ঘন্টা পর্যন্ত টকটাইম এবং টানা ৮ ঘন্টা ধরে PUBG গেম খেলার জন্য ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। 1620 x 75.1 x 8.65 মিলিমিটার ডাইমেনসনযুক্ত এই ফোনটির ওজন প্রায় 199 গ্রাম।

Realme GT 6 দাম:

ফোনটির বেস ভ্যারিয়েন্ট অর্থাৎ 8GB + 245GB ভার্সনের মডেলটির প্রারম্ভিক দাম 40 হাজার 999 টাকা।পরবর্তী উচ্চতর মডেল 12GB +256GB ভ্যারিয়েন্টির মূল্য ধার্য করা হয়েছে 42,999 টাকা এবং টপ-এন্ড ভ্যারিয়েন্ট অর্থাৎ 16GB RAM ও 512 GB স্টোরেজযুক্ত ফোনটি ৪৪ হাজার ৯৯৯ টাকা মূল্যে বিক্রি করা হবে বলে কোম্পানি মারফত জানানো হয়েছে । দুইরকম কালার অপশনে একটি পাওয়া যাবে , একটি হল ফ্লুইড সিলভার এবং অন্যটি রেজার গ্রিন।

Realme GT 6 লভ্যতা:

Realme GT 6 ফোনটি সংস্থার ওয়েবসাইট থেকে এবং অনলাইন ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টে জুন মাসের 20 তারিখ দুপুর আড়াইটা থেকে জুন মাসের 24 তারিখ রাত্রি 11 টা 59 মিনিট পর্যন্ত প্রিবুকিং করা যাবে। যে সমস্ত ক্রেতারা প্রি বুকিং করবেন কোম্পানির তরফ থেকে তাদের 6 মাসের স্ক্রিনড্যামেজ প্রোটেকশন এর সুবিধা দেওয়া হচ্ছে। সঙ্গে মিলবে 4 হাজার টাকা পর্যন্ত ব্যাঙ্ক অফার। এছাড়া এক্সচেঞ্জ করলে আরো এক হাজার টাকার ছাড় পাওয়া যাবে। 12 মাসের নো-কস্ট EMI অপশন এর সুবিধাও রয়েছে বলে কোম্পানি মারফত খবর। এই লিংকে ক্লিক করে ফোনটির বর্তমান দাম জানতে পারেন।