ভারতে মোবাইল ব্যাবসা দশ বছরে পা রাখতে চলল নামী স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থা রেডমি। দশ বছর পূর্তি স্মরণীয় করে রাখতে কোম্পানি তাই ভারতীয় বাজারে নিয়ে এলো 5G নেটওয়ার্কের শক্তিশালী স্মার্টফোন Redmi 13 5G । সেই উপলক্ষে কোম্পানির তরফ থেকে একটি বড় ইভেন্টের আয়োজন করা হয়েছিল। উক্ত ইভেন্টেই ডিভাইসটির আনুষ্ঠানিক উন্মোচন করা হয়। সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে এটি ভারতের প্রথম স্মার্টফোন হতে চলেছে যা Snapdragon 4 Gen 2 AE চিপসেটে রান করবে। উল্লেখযোগ্য ফিচার হিসাবে ফোনটিতে দেওয়া হয়েছে 128 মেগাপিক্সেলের হাইটেক ক্যামেরা, সাথে আছে 13 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ফোনের অভ্যন্তরে দেওয়া হয়েছে 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টসহ শক্তিশালী 5030 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারী। চলুন,এখন ফোনটির দাম, লভ্যতা, স্পেসিফিকেশনস্, ফিচার্স সহ অন্যান্য খুঁটিনাটি বিষয় বিশদে আলোচনা করা যাক।
Redmi 13 5G স্পেসিফিকেশন্ ও ফিচার্স:
ডুয়্যাল ন্যানো সিমযুক্ত Redmi 13 5G ফোনটিতে দেওয়া হয়েছে 1080 x 2400 পিক্সেল রিজোলিউশনের 6.79 ইঞ্চি ফুল এইচডি+ IPS LCD ডিসপ্লে, যা 120 হার্টজ রিফ্রেস রেট প্রদান করে। ডিসপ্লে প্যানেল সুরক্ষিত রাখতে গরিলা গ্লাস 3 প্রটেকশন লেয়ার ব্যবহার করা হয়েছে। মখমলে পারফরমেন্সের জন্য ফোনের অন্দরমহলে দেওয়া হয়েছে কোয়ালকমের ফ্ল্যাগশিপ প্রসেসর- 4 nm অক্টাকোর স্ন্যাপড্রাগন 4 জেন 2 AE চিপসেটে এটি রান করে। প্রসেসরটি 8 জিবি পর্যন্ত র্যাম ও 128 জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে। রেডমির এই 5জি হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে এসেছে, যা কোম্পানি স্পেসিফিক HyperOS কাস্টম স্কিনে রান করে।
Redmi 13 5G ক্যামেরা সেটআপ:
উন্নত পিকচার কোয়ালিটি ও স্মুথ ভিডিওগ্রাফির জন্য Redmi 13 5G মডেলটিতে 108 মেগাপিক্সেলের একটি শক্তিশালী প্রাইমারি ক্যামেরা ব্যবহৃত হয়েছে। f/1.75 অ্যাপার্চারের এই লেন্সটি Samsung ISOCELL HM6 সেন্সর যুক্ত, লেন্সের 3X জুমিং দ্বারা দূরবর্তী অবজেক্ট সুক্ষভাবে ক্যাচ করা যায়। সাথে পিছনের ক্যামেরা মডিউলে দেওয়া হয়েছে 2 মেগাপিক্সেলের আরেকটি ম্যাক্রো লেন্স। ভিডিও চ্যাট ও সেলফি ফটোশুটের জন্য ডিভাইসটির সামনের দিকে একটি 13 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা বিদ্যমান। এটি ডিসপ্লের উপরের দিকে কেন্দ্রীভূত পাঞ্চ হোল কাটআউটের মধ্যে এমবেড করা আছে।
Redmi 13 5G ব্যাটারি ও কানেক্টিভিটি ফিচার্স:
পাওয়ার ব্যাকআপের জন্য Redmi 13 5G ফোনের অন্দরমহলে একটি শক্তিশালী 5030 মিলিআম্পিয়ার ব্যাটারী প্রদান করা হয়েছে, যা 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এছাড়া কানেক্টিভিটি ফিচার্স হিসাবে 5G ও 4G LTE নেটওয়ার্কের পাশাপাশি আছে Wi-Fi , Bluetooth 5.4, GPS, 3. 5 mm হেডফোন জ্যাক ও ডাটা ট্রান্সফারের জন্য একটি USB Type-C Port ।
Redmi 13 5G সেন্সর্স:
রেডমি কোম্পানির নবাগত এই ফোনটিতে অন বোর্ড সেন্সর হিসাবে দেওয়া হয়েছে Accelerometer, Gyroscope, e-compass ,প্রক্সিমিটি সেন্সর , অ্যামবিয়েন্ট লাইট সেন্সর ইত্যাদি। উল্লেখ্য, ফোনে উপস্থিত ইনফ্রারেড ট্রান্সমিটারের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় হাউসহোল্ড অ্যাপ্লায়েন্স যেমন রেফ্রিজারেটর, এয়ারকন্ডিশনার, ওয়াশিং মেশিন ইত্যাদি স্বেচ্ছানুযায়ী কন্ট্রোল করা যায়। নিরাপত্তা জনিত ফিচার হিসাবে বায়োমেট্রিক অথেন্টিকেশেনের জন্য সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে। 168.6 x 76.28 x 8.3 মিলিমিটার ডাইমেনশনের রেডমির এই ফোনটির ওজন প্রায় 205 গ্রাম।
Redmi 13 5G দাম ও লভ্যতা:
Redmi 13 5G মোবাইলটি দুরকম স্টোরেজ কনফিগারেশনে উপলব্ধ। 6 জিবি RAM ও 128 জিবি ইন্টারন্যাল স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে 13,999 টাকা। অপরপক্ষে পরবর্তী উচ্চতর মডেল অর্থাৎ 8 জিবি RAM ও 128 জিবি ইন্টারন্যাল স্টোরেজ ভার্সনটি 15,499 টাকা মূল্যে বাজারে উপলব্ধ হবে। তবে উপরোক্ত দামে কিছুটা হেরফের হতে পারে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে। তিন রকম কালার অপশনে ক্রেতারা ফোনটি বাছাই করতে পারবেন- এগুলি হল হাওয়াইলিয়ান ব্লু, ব্ল্যাক ডায়মন্ড ও অর্চিড পিঙ্ক।
উল্লেখ্য সদ্য উন্মোচিত Redmi 13 5G ফোনটি জুলাই মাসের 12 তারিখ দুপুর 12টা থেকে অনলাইন ই-কমার্স সংস্থা অ্যামাজন মারফত মোবাইলপ্রেমীরা ক্রয় করতে পারবেন। এছাড়া রেডমি সংস্থার অনলাইন ওয়েবসাইট ও অথরাইজড্ রিটেল আউটলেটগুলি থেকেও মডেলটি পারচেজ করা যাবে। কোম্পানি থেকে ঘোষণা করা হয়েছে, নির্দিষ্ট কিছু ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করে ফোনটি ক্রয় করলে ধার্যকৃত দামের ওপর 1000 টাকার ডিসকাউন্ট মিলবে, সাথে এক্সচেঞ্জ বোনাসেরও সুবিধা থাকছে।
এই লিংকে ক্লিক করে ফোনটির বর্তমান দাম যাচাই করতে পারেন।