You are currently viewing Redmi ভারতে লঞ্চ করলো ফোনের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এডিশন Redmi Note 13 Pro+ 5G, বডিতে মেসির আর্জেন্টিনীয় ফুটবলের দারুণ কারুকার্য

Redmi ভারতে লঞ্চ করলো ফোনের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এডিশন Redmi Note 13 Pro+ 5G, বডিতে মেসির আর্জেন্টিনীয় ফুটবলের দারুণ কারুকার্য

  • Post author:
  • Reading time:1 mins read

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের(AFA) যৌথ উদ্যোগে মোবাইল প্রস্তুতকারক সংস্থা শাওমি তাদের নোট সিরিজের স্পেশাল এডিশন Redmi Note 13 Pro+ 5G বাজারে নিয়ে এলো। আর্জেন্টিনিও ফুটবলের গৌরব ফুটবলপ্রেমী ক্রেতা মহলে তুলে ধরতে নতুন আঙ্গিকে ফোনটি হাজির করা হয়েছে। কভার বক্স থেকে শুরু করে এক্সসেসারি সবকিছুতেই আছে AFA ব্র্যান্ডিংয়ের ছোঁয়া ।ফোনের ব্যাক প্যানেলে ডুয়েল টোন কালার দেওয়া হয়েছে। আর্জেন্টাইন জাতীয় ফুটবল টিমের নীল সাদা জার্সির আদলে ফোনটি ঢেলে সাজানো হয়েছে। মিডিয়াটেকের ডাইমেনসিটি 7200 প্রসেসরযুক্ত মডেলটিতে দেওয়া হয়েছে 120 W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000mAh ব্যাটারী

Redmi Note 13 Pro+ 5G চ্যাম্পিয়ন এডিশন: স্পেসিফিকেশনস

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের হাতে হাত মিলিয়ে Redmi’র এই স্পেশাল এডিশন ফোনটি নিয়ে এসেছে শাওমি । উল্লেখ্য, ভারতে শাওমি কোম্পানির মোবাইল ব্যবসা এবছর 10 বছরে পা রেখেছে। তারই পূর্তি উপলক্ষে সালটি স্মরণীয় করে রাখতে ফোনের ব্যাক প্যানেলে ’10’ নম্বর খচিত করা হয়েছে। বিশেষজ্ঞ মহলে আবার কেউ কেউ মনে করছেন মেসির আইকনিক 10 নম্বর জার্সির কথা মাথায় রেখেই ফোনে রিয়ার প্যানেলে 10 নম্বরের অবতারণা ।ফোনের কভার প্যাক, চার্জিং তার,অ্যাডাপ্টার সবেতেই AFA লোগোর আদলে নীল সাদা ডুয়েল টোন রং এর মিশেল বিদ্যমান। এমনকি সিম ইজেক্টরের ডিজাইনও ফুটবল আকৃতি করা হয়েছে, সেখানেও AFA লোগোর ছাপ সুস্পষ্ট।

অন্যান্য টেকনিক্যাল স্পেসিফিকেশন এর কথা বললে সংস্থার স্ট্যান্ডার্ড Redmi Note 3 pro+ মডেলটির সাথে নবাগত ফোনটির বিশেষ কোনো ফারাক নেই । পূর্বসূরী ডিভাইসটির মতোই রয়েছে 1220×2712 পিক্সেল 1.5K উচ্চ রিজোলিউশনের 6.67 ইঞ্চির অ্যামোলেড (AMOLED) স্ক্রিন, যা গরিলা গ্লাস প্রটেকশন অফার করে। টপ-এন্ড পারফরমেন্সের জন্য অভ্যন্তরে দেওয়া হয়েছে মিডিয়াটেক এর ডাইমেনসিটি 7200 আল্ট্রা Soc প্রসেসর, যা 2 জিবি পর্যন্ত র‍্যাম এবং 512GB পর্যন্ত মেমোরি সাপোর্ট করে।

Redmi note 3 pro+ 5G ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এডিশন: ক্যামেরা সেটআপ

নয়া ফোনটির ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ এর মধ্যে আছে 200 MP প্রাইমারি ক্যামেরা। সাথে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইট লেন্স ও 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা দেওয়া হয়েছে। ধুলো ও জল প্রতিরোধী IP68 রেটিং চ্যাসিস সহ এসেছে এটি। পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে 120W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000mAh ব্যাটারী।

Redmi Note 13 Pro+ 5G ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এডিশন: দাম ও লভ্যতা

Redmi Note 13 Pro+ 5G ওয়ার্ল্ড চ্যাম্পিয়নএডিশন ফোনটির প্রারম্ভিক মূল্য ধার্য করা হয়েছে 37,999 টাকা। তবে ICICI ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে অর্থ পে করলে তৎক্ষণাৎ তিন হাজার টাকার ডিসকাউন্ট পাওয়ার সুবিধা রয়েছে। কাজেই ডিসকাউন্ট ধরে ফোনটির মূল্য দাঁড়ায় 34,999 টাকা। এর সাথে শাওমি কোম্পানির তরফ থেকে 3000 টাকার এক্সচেঞ্জ বোনাস দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। অনলাইন ই-কমার্স সংস্থা Flipkart ও Amazon এর মাধ্যমে মে মাসের ১৫ তারিখ থেকে ফোনটি ক্রয় করা যাবে। এছাড়াও শাওমির অথরাইজড রিটেল আউটলেট এবং সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট Mi.com থেকেও সদ্য উন্মোচিত মডেলটি পারচেজ করার সুবিধা থাকছে।

উল্লেখ্য, স্ট্যান্ডার্ড Redmi Note 13 Pro+ মডেলের 12GB RAM+ 512GB স্টোরেজ ভ্যারিয়েন্টটি ভারতীয় বাজারে 35999 টাকায় বিক্রি হয়। তিন রকমের কালার অপশন অফার করা হয়েছে স্ট্যাণ্ডার্ড মডেলটিতে। এগুলি হলো ফিউশন ব্ল্যাক, ফিউশন পার্পেল এবং ফিউশন হোয়াইট । স্ট্যান্ডার্ড এবং ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এডিশন ফোনগুলির বর্তমান দাম এখানে ক্লিক করে জানতে পারেন।