আনুষ্ঠানিক লঞ্চ হতে আর খুব বেশি দেরি নেই তার আগেই প্রকাশ্যে এলো Samsung Galaxy Z Fold 6 ও Galaxy Z Flip 6 ফোন দুটির ডিজাইন সহ একগুচ্ছ ফিচার্স। কোম্পানির তরফ থেকে অফিশিয়ালি কিছু খোলসা না করলেও বেশ কয়েক মাস ধরেই বিভিন্ন টিজার ও রিপোর্ট মারফত স্যামসাংয়ের এই ফোন দুটিকে কেন্দ্র করে বিভিন্ন তথ্য অনলাইনে ঘুরপাক খাচ্ছিল। এবার অপর একজন টিপস্টার ফোন দুটির একাধিক প্রমোশনাল ইমেজ সামনে এনেছে। যা থেকে মডেল দুটি সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে।
Samsung Galaxy Z Fold 6 ও Galaxy Z Flip 6 সম্ভাব্য ডিজাইন এলিমেন্ট:
জনপ্রিয় টিপস্টার ইভান ব্ল্যাশ Samsung Galaxy Z Fold 6 ও Galaxy Z Flip 6 ফোন দুটির যে ছবিগুলি প্রকাশ্যে এনেছে তা থেকে বলা যায় ভাঁজ করা বইয়ের আকারে Samsung Galaxy Z Fold 6 ফোনটি সিলভার শ্যাডো বডি কালারে পাওয়া যাবে। টিপস্টার এটাও দাবি করেছে, মডেলটি হবে স্লিম ও ওজনে হালকা। ফোনের ব্যাক প্যানেলের উপরের বাঁদিকের কোণে ট্রিপল ক্যামেরা মডিউল দেওয়া হয়েছে। পাওয়ার বাটন ও ভলিউম কন্ট্রোল বাটন ডানদিকের কিনারায় উপস্থিত। এছাড়া কভার ডিসপ্লের উপরের দিকে পাঞ্চ-হোল সেলফি ক্যামেরা বিদ্যমান।
অপরপক্ষে Samsung Galaxy Z Flip 6 ফোনটির ব্যাক প্যানেলের উপরের বাঁ দিকের কোনায় ডুয়েল ক্যামেরা সেটআপ উপস্থিত। লেন্স দুটিকে আড়াআড়িভাবে পাশাপাশি বসানো হয়েছে।Samsung এর এই ফ্লিপ মডেলটি হালকা ব্লু কালার শেডে হাজির হবে। প্রাইমারি ডিসপ্লের উপরের দিকে কেন্দ্রীভূত পাঞ্চ হোল মডিউলে ফ্রন্ট ক্যামেরাটি এমবেড করা হয়েছে। টিপস্টার এও দাবি করেছে Samsung Galaxy Z Flip 6 ফোনটি চার রকমের কালার বিকল্পে আসতে পারে। এগুলো হলো ব্লু, মিন্ট, সিলভার এবং ইয়েলো। স্থায়িত্ব ও প্রতিরোধ ক্ষমতা বাড়াতে উভয় ফোনের ডিসপ্লে প্যানেলে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস ২ প্রটেকশন লেয়ার কোট দেওয়া হবে। এছাড়া ফোন দুটি ধুলো ও জল প্রতিরোধী আইপি-৪৮ রেটিং যুক্ত চ্যাসিস সহ আত্মপ্রকাশ করবে।
Samsung Galaxy Z Fold 6 ও Galaxy Z Flip 6 সম্ভাব্য ফিচার্স:
Samsung Galaxy Z Fold 6 ফোনটিতে থাকতে পারে ৭.৬ ইঞ্চির QXGA+ ডাইনামিক AMOLED ২x প্রাইমারি ডিসপ্লে, যা ১২০ হার্জ রিফ্রেশ রেট প্রদান করবে। সাথে থাকবে ৬.৩ ইঞ্চির ডায়নামিক AMOLED ২x কভার স্ক্রিন। অন্যদিকে Galaxy Z Flip 6 ফোনটিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত ৬.৬ ইঞ্চির Full HD+ ডায়নামিক AMOLED ২x প্রাইমারি ডিসপ্লে প্যানেল দেওয়া হতে পারে। সঙ্গে থাকবে ৩.৪ ইঞ্চির IPS আউটার প্যানেল। হাই-পারফরম্যান্সের জন্য উভয় ফোনে অক্টা কোরের প্রসেসার দেওয়া হবে। স্মুথ মাল্টিটাস্কিং এর জন্য যা ১২ জিবি RAM সাপোর্ট করবে। উল্লেখ্য Samsung Galaxy Z Fold 6 ফোনটি ৫১২ জিবি অনবোর্ড স্টোরেজ অফার করলেও Galaxy Z Flip 6 মডেলটি ২৫৬ জিবি স্টোরেজ সহ তালিকাভুক্ত হয়েছে। দুটি ফোনই Android 14 অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে আসবে, যা কোম্পানি স্পেসিফিক One UI 5 কাস্টমস স্কিনে রান করবে।
Samsung Galaxy Z Fold 6 ও Galaxy Z Flip 6 অপটিক্যাল সেট আপ:
টিপস্টার ও বিভিন্ন অনলাইন রিপোর্ট মারফত প্রাপ্ত তথ্য অনুযায়ী, ক্যামেরা বিভাগের কথা বললে Samsung Galaxy Z Fold 6 ফোনটির ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা ইউনিট অবস্থিত। ইউনিটটিতে থাকবে ৫০ মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, একটি ১২ মেগাপিক্সেলের আল্ট্রাফাইড শ্যুটার ও ৩x অপটিক্যাল জুম সহ ১০ মেগাপিক্সেলের একটি টেলি ফটো ক্যামেরা। এছাড়া সেলফির জন্য কভার স্ক্রিনের সামনের দিকে ১০ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা দেওয়া থাকবে। অপরপক্ষে, Samsung Galaxy Z Flip 6 ফোনের পিছন দিকে ডুয়েল ক্যামেরা ইউনিটে থাকতে পারে ৫০ মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরার সাথে ২ মেগাপিক্সেলের আরো একটি সেন্সর। সামনের দিকে একটি ১০ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা দেওয়া থাকবে।
Samsung Galaxy Z Fold 6 ও Galaxy Z Flip 6 ব্যাটারি প্যাক ও কানেক্টিভিটি ফিচার্স:
Samsung Galaxy Z Fold 6 ফোনটিতে সম্ভবত একটি ৪৪০০ মিলিয়্যাম্পিয়ার ব্যাটারী দেওয়া হতে পারে যেখানে Galaxy Z Flip 6 মডেলটি ৪০০০ মিলিআম্পিয়ার ব্যাটারী সহ হাজির হবে। উভয় ফোনে কানেক্টিভিটি ফিচার্স হিসাবে ডুয়াল ন্যানো সিম, eSIM, ইউএসবি টাইপ-সি পোর্ট, এন এফ সি, Wi-Fi, ব্লুটুথ ৫.৩ সংযুক্ত থাকবে। অন্যান্য উল্লেখযোগ্য ফিচারের কথা বললে উভয় ফোনে ‘ইন্টারপ্রিটার মোড’ এবং দ্রুত সার্চিং এক্সপেরিয়েন্সের এর জন্য ‘গুগল সার্কেল’ ফিচার উপলব্ধ থাকবে। এছাড়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI নিয়ন্ত্রিত নোট অ্যাসিস্ট এবং চ্যাট আসিস্ট এর সুবিধার লাভ ওঠাতে পারবেন ব্যবহারকারীরা। এই লিংকে ক্লিক করে মডেলগুলির বর্তমান দাম জানতে পারে 1) Samsung Galaxy Z Fold 6. 2) Samsung Galaxy Z Flip 6