You are currently viewing Vivo নিয়ে এলো শক্তিশালী 6000 mAh ব্যাটারির দুর্ধর্ষ স্মার্টফোন Vivo Y58 5G,দাম মধ্যবিত্তের নাগালে।

Vivo নিয়ে এলো শক্তিশালী 6000 mAh ব্যাটারির দুর্ধর্ষ স্মার্টফোন Vivo Y58 5G,দাম মধ্যবিত্তের নাগালে।

  • Post author:
  • Reading time:2 mins read

স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থা ভিভো ভারতের বাজারে নিয়ে এলো তাদের 5 জি প্রযুক্তির Y-সিরিজের স্মার্টফোন Vivo Y58 5G. স্ন্যাপড্রাগন 4 Gen 2 প্রসেসারে চলে এটি। 8GB RAM ও 128 GB স্টোরেজ যুক্ত ভিভোর এই ফোনটিতে রয়েছে 50 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা। দুই রকম কালার ভ্যারিয়েন্টে ফোনটি বাজারে এসেছে।এছাড়া রয়েছে 6000 মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি, যা 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনটি ধুলো এবং জল প্রতিরোধী IP 64 রেটিং যুক্ত। এখন ফোনটির স্পেসিফিকেশনস্ , দাম , লভ্যতা ও অন্যান্য খুঁটিনাটি বিষয় বিশদে দেখে নেওয়া যাক।

Vivo Y58 স্পেসিফিকেশনস্:

Vivo Y58 5G ফোনটি অ্যান্ডয়েড 14 অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে এসেছে। সংস্থা স্পেসিফিক্ Funtouch OS কাস্টমস স্কিনে রান করে এটি। রয়েছে 1080 x 2408 পিক্সেল রিজোলিউশনের 6.72 ইঞ্চ ফুল এলসিডি ডিসপ্লে যা 120 Hz রিফ্রেশ রেট, 1024 nits পিক ব্রাইটনেস ও 393ppi পিক্সেল ডেনসিটি সাপোর্ট করে। চোখের ক্ষতি এড়াতে স্ক্রিনটি TUV Rheinland লো ব্লু লাইট সার্টিফিকেশনসহ এসেছে। উন্নত পারফরম্যান্সের জন্য দেওয়া হয়েছে 4nm Snapdragon 4 Gen 2 প্রসেসর, যা 8 জিবি LPDDR4X RAM এবং 128 জিবি UFS 2.2 স্টোরেজ সাপোর্ট করে। অভ্যন্তরীণ মেমোরি microSD কার্ডের মাধ্যমে 1 TB পর্যন্ত বাড়ানোর সুবিধা থাকছে।

Vivo Y58 5G ক্যামেরা সেটআপ:

ফটো এবং ভিডিও ক্যাপচারিং এর জন্য ফোনের পিছন দিকে f/ 1.8 অ্যাপার্চারের একজোড়া 50 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে, সঙ্গে আছে f/ 2.4 অ্যাপার্চারের ডুয়্যাল ফ্ল্যাশ যুক্ত 2 মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স। সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য মোবাইলের সামনে একটি 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা অফার করা হয়েছে।

Vivo Y58 5G কানেক্টিভিটি ফিচার্স ও সেন্সর্স:

কানেক্টিভিটি ফিচার্স-এর কথা বললে Vivo Y58 5G ফোনটিতে জিপিএস, GLONASS, গ্যালিলিও, QZSS ইত্যাদি কানেক্টিভিটি ফিচার্স অফার করা হয়েছে। সেন্সর হিসেবে দেয়া হয়েছে যেমন অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, ই- কম্পাস, জাইরোস্কোপ ইত্যাদি। নিরাপত্তা জনিত ফিচার হিসাবে Vivo Y58 5G ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইনবিল্ড করা হয়েছে। ডুয়াল স্টিরিও স্পিকারযুক্ত এই ফোনটি ধুলো এবং জল প্রতিরোধী IP 64 রেটিং প্রাপ্ত।

Vivo Y58 5G ব্যাটারি ব্যাকআপ:

পাওয়ার সাপ্লাইয়ের জন্য ফোনের অভ্যন্তরে 6000 মিলি অ্যাম্পিয়ারের একটি শক্তিশালী ব্যাটারি প্রদান করা হয়েছে। ব্যাটারীটি 44 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। মাত্র 5 মিনিট চার্জ করলেই 2.8 ঘন্টা পর্যন্ত কথা বলা যাবে। একবার সম্পূর্ণ চার্জে 73 ঘণ্টা পর্যন্ত মিউজিক প্লে ব্যাক টাইম ও 23 ঘন্টা পর্যন্ত ইউটিউব ভিডিও দেখার মত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। নবাগত ফোনের ব্যাটারীতে চার বছর পর্যন্ত ওয়ারেন্টির প্রতিশ্রুতি দিচ্ছে সংস্থা। 1657 x 76 x 7.99 মিলিমিটার ডাইমেনসনের এই ফোনটির ওজন প্রায় 199 গ্রাম।

Vivo Y58 5G দাম ও লভ্যতা:

8 জিবি র‍্যাম ও 128 জিবি ইন্টারন্যাল মেমরিযুক্ত Vivo Y58 5G ফোনটির মূল্য ধার্য করা হয়েছে 19,499 টাকা। দুইরকম কালারট্রিমে এটি পাওয়া যাবে। একটি হলো হিমালয়ান ব্লু এবং অন্যটি সানডারব্যান গ্রিন। অনলাইন ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট, ভিভো ইন্ডিয়ার অনলাইন স্টোর এবং অথরাইজড্ রিটেল অউটলেট থেকে ভিভোপ্রেমীরা প্রেমীরা ফোনটি ক্রয় করতে পারবেন। এসবিআই, ব্যাঙ্ক অফ বরোদা, আইডিএফসি, ইন্ডাসিন্ড এই সমস্ত ব্যাংকের কার্ড ব্যবহার করে ফোনটি কিনলে তৎক্ষণাৎ 1500 টাকার ক্যাশব্যাকের সুবিধা পাওয়া যাবে। ফোনটির বর্তমান দাম জানতে এই লিংকে ক্লিক করুন।